অনেকেই তো ফ্রিলান্সিং করেন, তবে ক`জন সফল ফ্রিলান্সার? পরিসংখ্যান অনুসারে ফ্রিলাঞ্চিং পেশায় প্রবেশের তুলনায় টিকে থাকার হার খুবই কম।
যার কারন হিসাবে কিছু বিষয় সামনে আসে যা ফ্রিলাঞ্চিং কেরিয়ার এ প্রবেশের পূর্বে যে অবশ্যই খেয়াল রাখতে হবে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো ফ্রিলান্সিং শুরু করার আগে যে সকল বিষয় খেয়াল রাখতে হবে:
ফ্রিলান্সিং কাজ করার আগে যে সকল বিষয় জানা জরুরি
অনেকেই তো ফ্রিলান্সিং করেন, তবে ক`জন সফল ফ্রিলান্সার? পরিসংখ্যান অনুসারে ফ্রিলাঞ্চিং পেশায় প্রবেশের তুলনায় টিকে থাকার হার খুবই কম।
যার কারন হিসাবে কিছু বিষয় সামনে আসে যা ফ্রিলাঞ্চিং কেরিয়ার এ প্রবেশের পূর্বে যে অবশ্যই খেয়াল রাখতে হবে।
1.দক্ষতা অর্জন : প্রফেশনাল ভাবে কাজ করার জন্য প্রথমেই স্কিল্ড হতে হবে, যার কোনো বিকল্প নেই। টুক টাক ছোট ছোট কাজ শিখে মার্কেটপ্লেস এ একাউন্ট খোলা যাবেনা।
2.পোর্টফলিও তৈরী: হেঁ কাজ শুরু করার পূর্বে একটা ভালো পোর্টফলিও বানাতে হবে। যা ভালো কাজ পেতে আপনাকে অনেক সাহায্য করবে।
3.কমিনিউকেশন স্কিলঃ ইংলিশ এ দক্ষতা অর্জন করতে পারেন কাজ শেখার পাশাপাশি। এই স্কিলতা বেশি বেশি কাজ পেতে আপনাকে সহায়তা করবে।
4.মার্কেটপ্লেস নিদ্ধারনঃ আপনার কাজের ধরন অনুসারে মারকেটপ্লেস নিদ্ধারন করতে হবে। সব কাজের জন্য সব মারকেটপ্লেস নয়।
আপনার যে কাজটি সব থেকে বেশি ভালো লাগে সেই কাজটি দিয়ে ফ্রিলাঞ্চিং এর যাত্রা শুরু করতে পারেন। তবে মনে রাখবেন যেটি দিয়েই শুরু করেন না কেন এই বিষয় গুলোকে মাথায় রেখে আগোতে হবে।
ফ্রিলান্সিং বিষয়ে আরো জানতে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করতে পারেন।
You must be logged in to post a comment.