আজ-কাল সবাই কমবেশি স্মার্ট ফোন বা ল্যাপটপ ব্যবহার করে থাকে , অনেকেই আবার ফেইসবুক, টুইটার, বা এই রকম সামাজিক মাধ্যমে অনেক সময় ব্যয় করে থাকে। আবার অনেকেই এমন কিছু মধ্যম খুঁজে থাকেন, যেখান থেকে কিছু সময় ব্যয় করে কিছু টাকা আয় করতে পারেন কি না। বর্তমানে স্মার্ট ফোন বা ল্যাপটপ ব্যবহার করে একটু সময় ব্যয় করে ছোট ছোট কাজ করে আয় করার মত অনেক উপায় রয়েছে, হতে পারে এটি কোনো অ্যাপ, ওয়েবসাইট বা অন্য কোনো মাধ্যম, যেখান থেকে আপনি সহজেই একটু সময় ব্যয় করে অনলাইনে আয় করতে পারেন।
তাই আজকে আমি এইরকম একটি সহজ মাধ্যম নিয়ে আলোচনা করব যেখান থেকে আপনি সহজেই ছোট ছোট কাজ করে আয় করতে পারেন।
তাহলে চলুন জেনে নেই সেই সাইট সম্পর্কে।
💠এই ওয়েবসাইটির নাম হল ফ্রীলেন্সারওইং (freelancerwing) যেখানে আপনি আর্টিকেল লেখা সহ আর অনেক ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন।
(freelancerwing) এ আপনি খুব সহজেই অন্যান্য ওয়েবসাইট এর মতই আপনার জিমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইনআপ বা রেজিস্ট্রার করতে পারবেন। তাছাড়া তাদের fr wing নামে একটা অ্যাপও রয়েছে যেটি গুগল প্লেটোর থেকে ডাউনলোড করে ও সাইনআপ বা রেজিস্ট্রার করতে পারবেন। এই অ্যাপ এর মাধ্যমে ও কাজ করতে পারবেন।
এবং রেজিস্ট্রার করার সাথে সাথেই আপনি ২০ টাকা সাইনআপ বোনাস পাবেন।
এটি এমনি একটা ওয়েবসাইট যেখানে আপনি আর্টিকেল লেখা সহ বিভিন্ন ছোট ছোট কাজ করে আয় করতে পারবেন।
এখানে যেসব ছোট ছোট কাজ রয়েছে। এবং এগুলো সম্পুর্ণ করেও আপনি আয় করতে পারবেন।
🔸কাজগুলো মধ্যে রয়েছেঃ
✔️ ওয়েবসাইট ভিসিট করে আয়ঃ
এখানে আপনি এই ওয়েবসাইট ভিসিট বা এই ওয়েবসাইটে প্রতিদিন ঢুকে ও আয় করতে পারবে এবং প্রতিদিন এ সাইটে ভিসিট করলে তারা আপনাকে ২টাকা করে দেবে।
✔️ আর্টিকেল পড়ে আয়ঃ
এখানে আপনি আর্টিকেল পড়েও আয় করতে পারবে। তাদের নির্দিষ্ট রোল অনুযায়ী পড়তে হবে।
✔️রেফার করে আয়ঃ
এখানে আপনি রেফার করেও আয় করতে পারবে। এবং প্রতিটি সফল রেফারের জন্য তারা আপনাকে ১০% কমিশন দেবেন।
✔️ তাদের ফেইসবুক পেইজ এবং গ্রুপে লাইক কমেন্ট করে আয়ঃ
এখানে তাদের ফেইসবুক পেইজ এবং গ্রুপ রয়েছে যেখানে আপনি লাইক কমেন্ট করে ও আয় করতে পারবেন।
✔️ আর্টিকেল লেখে আয়ঃ
আপনি যদি একজন আর্টিকেল লেখক হন তাহলে আপনি আর্টিকেল লেখে ও আয় করতে পারেন। এবং প্রতিটি আর্টিকেল লেখার জন্য তারা আপনাকে আপনার আর্টিকেল এর ধরন অনুযায়ী বা লেখার মান অনুযায়ী ১০-১০০ টাকা পর্যন্ত বোনাস দিবে। এবং আর্টিকেল লেখার জন্য আর্টিকেলের সব্দ কমপক্ষে ৩০০- ১০০০ মধ্যে হতে হবে। তা নাহলে আপনার আর্টিকেল প্রকাশ করা হবে না। তাছাড়া এখানে আর্টিকেল লেখার জন্য নির্দিষ্ট বিষয় বা কেটাগরি রয়েছে কেবল এই বিষয় এর উপরেই আপনাকে আর্টিকেল লেখতে হবে।
💠যেসব বিষয়ে এখানে আর্টিকেল লেখা যাবেঃ
যেকোনো বিনোদন সম্পর্কে।
বিনোদন ক্যাটাগরিতে রয়েছেঃ- হলিউড, বলিউড, টালিউড,ঢালিউড, সেলিব্রিটি, চলচ্চিত্র, নাটক বা সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন সম্পর্কে, লাইফস্টাইল সম্পর্কে আর্টিকেল সহ, বিভিন্ন প্রকারের খবরাখবর।
খেলাধূলা সম্পর্কে।
এর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, টেনিস সহ সব ধরনের খেলাধূলা
▪️চাকরি বিষয়ক আর্টিকেল ঃ
চাকরি বিষয়ক আর্টিকেল এর মধ্যে রয়েছে চাকরির জন্য প্রস্তুতি, সিভি লিখার নিয়ম, কভার লেটার লেখার নিয়ম, বিভিন্ন প্রকারের চাকরির ইন্টারভিউ টিপস,অনলাইনে চাকরির খোজার নিয়ম, চাকরির খবর অথবা অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার নিয়ম ইত্যাদি।
▪️সাহিত্য ক্যাটাগরি ঃ
এতে আপনি, গল্প,কবিতা, প্রবন্ধ, ইতিহাস, বিভিন্ন সাহিত্যিক এর জীবনী, সাহিত্যে বিষয়ক বিভিন্ন সংবাদ, লেখকদের মতামত আরো ইইত্যাদি।
▪️ইসলামের বিষয় সম্পর্কে
আলোচনা বা এর বিষয় সম্পর্কে।
▪️যেকোনো প্রযুক্তি সম্পর্কে।
💠আর্টিকেল লিখতে হলে যে কাজ আপনাকে করতে হবেঃ
ফ্রীলেন্সারওইং এ আপনি মোবাইল দিয়ে বরাবর ওয়েবসাইটে আর্টিকেল লিখতে পারবে না তার জন্য আপনাকে Office বা Office suite অ্যাপ ব্যবহার করে আর্টিকেল লিখে তার পর এই আর্টিকেল সাবমিট করতে হবে।
💠এখানে এক্টিভ অথর বা লেখক হতে হলে যে বিষয়টি লক্ষ রাখতে হবে।
এখানে আপনাকে এক্টিভ লেখক হতে হলে, সাইনআপ করার পর ১৫ দিনের মধ্যে কমপক্ষে ১০টি আর্টিকেল লেখতে হবে। এবং অবশ্য ২টি আর্টিকেল ইউনিক হতে হবে অর্থাৎ ১০০০ সব্দের উপরে। আর বাকি আর্টিকেল ৩০০ সব্দ এর মধ্যে হলেই হবে। তা না হলে আপনার একাউন্ট পরবর্তীতে ডিএক্টিভ হয়ে যাবে।
✔️ ইংলিশ বা অন্য ভাষায় লেখা আর্টিকেল অনুবাদ করে আয়ঃ
ইংলিশ বা অন্য ভাষায় লেখা আর্টিকেল অনুবাদ করেও এখানে আয় করা যায় তবে এসব আর্টিকেল কোনো ট্রান্সলেটর টুলস ব্যবহার করে অনুবাদ করা যাবে না, নিজে সহজলভ্য বাংলা ভাষায় অনুবাদ করতে হবে।
✔️ অন্য লেখা আর্টিকেল মডিফাই বা সংশোধন করে আয়।
আপনি চাইলে অন্য লেখা মডিফাই বা সংশোধন করে ও এখানে আয় করতে পারবেন ।
💠যে পেমেন্ট সিস্টেমগুলো এখানে রয়েছে।
এখানে আপনি , বিকাশ, রকেট,নগদ, বাংক একাউন্ট, মোবাইল রিচার্জ সহ আর অনেক মাধ্যমে টাকা তুলতে পারবেন।
আমি কাজ।করবো
fr wing লিখে প্লেটোর থেকে ডাউনলোড করে একাউন্ট খুলতে পারেন। অথবা www.freelancerwing.com ওয়েবসাইটে গিয়ে ও রেজিস্ট্রার করতে পারবেন।
You must be logged in to post a comment.