অল্প দক্ষতায় সহজেই আয় করার ‍মার্কেটপ্লেস " ফাইভার " বিস্তারিত থাকছে এখানে

অল্প দক্ষতায় সহজেই  আয় করতে পারবেন " ফাইভার " নামক অনলাইন ফ্রিল্যান্সার মার্কেটপ্লেইছ থেকে । বিস্তারিত থাকছে এ বিষয়ে!

বর্তমান যুগ তথ্য প্রযুক্তির এবং ইন্টারনেটের যুগ,  তাই অনেকেই এমন কিছু  চিন্তা ধারায় আছেন কিভাবে অনলাইনে বিদেশি কোনো কোম্পানির সাথে অল্প দক্ষতায় সহজেই টাকা কিংবা ডলার আয় করতে পারবেন। তা অনেকটাই সম্ভব, প্রথম প্রথম কাজ করতে গেলে কিন্তু সহজ মাধ্যমই খুঁজে নিতে হয়।

এখন প্রশ্ন হলো আপনি যদি অল্প দক্ষতায় প্রথম  সহজেই এমন কাজ করতে  চান , তাহলে আপনার জন্য,  "ফাইভার " নামক এই ওয়েবসাইট বা এই মার্কেটপ্লেসটাই  অনলাইনে কাজ করার জন্য ভালো হবে। 

তাছাড়া এটি একটি জনপ্রিয় সাইট ও বটে। এটা বলা উচিত যে যেকোনো বিদেশি কোম্পানি বা মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে অবশ্য ইংরেজি ভালোভাবে জানা থাকতে হবে।  যাইহোক এবার বিস্তারিত ভাবে সবকিছু বুঝানোর চেষ্টা করছি। 

"ফাইভার" কি? বা এতে কিভাবে কাজ করা যায়! 

"ফাইভার " একটি অনলাইন মার্কেটপ্লেসের নাম ( ওওয়েবসাইট হল-  www.fiverr.com) মূলত এটি একটি ইসরায়েল শিল্প প্রতিষ্ঠান  ।  যেখানে যেকোনো দেশের লোকজন অনলাইনে এখানে কাজ করে  অর্থ উপার্জন করতে  পারেন।  বিভিন্ন প্রকারের কাজ আপনি এখানে করতে পারবেন। অনলাইন কাজ মানেই আঁকা-আকি আর লেখালেখি, এটাতো আর সাধারণ বাজারের মত নয় যেখানে আমরা বিভিন্ন পূন্য হাতে হাতে বেচাকেনা  করতে পারব। 

 কাজগুলো  আমি নিচে আলোচনা করছি।

যেসব ক্যাটাগরি বা কাজগুলো এতে রয়েছে। 

✔️ গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন ( graphics and Design). 

গ্রাফিক্স ডিজাইনে একশটির ও বেশি অপশন রয়েছে,  আপনার যদি ডিজাইন এর প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে এখান থেকেই অনেক কাজ করতে পারবেন। আর এটাই একটা আল্প অভিজ্ঞতায় কাজ করার সুযোগ । আর অন্য যে কাজগুলো রয়েছে যেমনঃ ওয়েব ডেভেলপার,  ওয়েব ডিজাইনিং,  তার জন্য আপনাকে অনেক বেশি অভিজ্ঞতা থাকতে হবে। 

১. লগো ডিজাইন,  

২. ব্রান্ড স্টাইল গাইড,

৩. গেম আর্ট,  অর্থাৎ বিভিন্ন প্রকারের গেইমের ছবি বা ক্যারেক্টার এঁকে দেওয়া। 

৪. ইলোস্ট্রাশন, বা চিত্রাঙ্কন করা।

৫. প্যাকেজিং ডিজাইন,  বিভিন্ন প্যাকেজের ডিজাইন করা। 

৬. পোস্টার ডিজাইন, 

৭. বুক ডিজাইন,  অর্থাৎ বইয়ের ডিজাইন করা। 

৮. অ্যালবাম ডিজাইন, 

৯. টাটু ডিজাইন, 

১০.ফ্যাশান ডিজাইন, 

১১. জুয়েলারি ডিজাইন, অর্থাৎ বিভিন্ন গয়নাগাটির ডিজাইন করা। 

১২. ইনভাইটেশন ডিজাইন,  অর্থাৎ বিভিন্ন ইনভাইটেশন কার্ড এর ডিজাইন করা। 

তাছাড়া আরো অনেক ডিজাইন অপশন রয়েছে, এগুলো শুধু সহজ মাধ্যমগুলো বলেছি,  যা সবাই কমবেশি জানে। 

✔️রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন (Writing and translations)

এখানে মূলত, লেখালেখি,  অনুবাদ, কপি,পেস্ট,  ডাটা এন্ট্রি,  এইসব কাজগুলো রয়েছে। কাজগুলো হলঃ

১. আর্টস অ্যান্ড ব্লগ পোস্ট, 

২. ট্রান্সলেশন,

৩. প্রুপ রিডিং, অর্থাৎ বিভিন্ন লেখাগুলোর বানান,  বা অন্যান্য ভুলগুলোর ঠিক টাক করে দেওয়া। 

৪. বুক এন্ড ইবুক রাইটিং,  বই বা ইবুক গুলো লেখালেখি করা। 

৫. রিসুম রাইটিং,  অর্থাৎ বিভিন্ন জব এর জন্য অফার লেটার ইত্যাদি লেখে দেওয়া। 

৬. স্ক্রিপ্ট রাইটিং, 

৭. বুক এডিটিং, 

৮. ইমেইল কপি করা, 

৯. এড বা বিজ্ঞাপন কপি করা।

১০. বিভিন্ন পূন্যের বর্ননা দেওয়া 

সুতরাং এই রকম এখানে আর সহজ কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারেন। 

✔️মিউজিক অ্যান্ড অডিও(Music and Audio) 

এখানে মূলত মিউজিক বা গান সহ অডিও এর কাজ সহ আর অনেক ছোট ছোট কাজ রয়েছে।  যেমনঃ

১. ভয়েস ওভার, অর্থাৎ  গানের কন্ঠ দেওয়া,  আপনার গলার সুর যদি ভাল হয়, তাহলে এটি করতে পারেন।

২. মিক্সিং,  গানের বাজনা গুলো কম্পিউটার এর মধ্যেমে মিক্সিং করা।

৩. সরাসরি গান গাওয়া। 

৪. অনলাইন মিউজিক লেসন,  অর্থাৎ গান শেখানো। 

৫. সং রাইটার্স,  গান লিখে দেওয়া। 

৬. গানের বিট তৈরি করে দেওয়া। 

৭. সাউন্ড ডিজাইন। 

৮. ডিজে মিক্সিং, 

৯. আরো অন্যান্য কাজ গুলো যেমন ; রেমেক্স।

এগুলো শুধু সহজ মাধ্যম। 

✔️ডিজিটাল মার্কেটিং (Digital Marketing) 

এই ক্যাটাগরিতে শুধু মার্কেটিং এর উপরেই শুধু কাজ রয়েছে, যেমনঃ

১. সামাজিক মাধ্যমে মার্কেটিং করা।

২. সিইও ( সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেসনে কাজ করা) 

৩. সামাজিক মাধ্যমে বিজ্ঞাপন দেওয়ার কাজ করা। 

৪. কন্টেন্ট মার্কেটিং, 

৬. ইমেইল মার্কেটিং, 

৭. বুক এন্ড ই-বুক মার্কেটিং করা।

৮. ওয়েবসাইট বিশ্লেষণ করা।

৯. ই-কমার্স ইত্যাদি। 

তাছাড়া আর অনেক কাজ রয়েছে যেগুলো করতে আপনাকে আর দক্ষতা অর্জন করতে হবে। 

✔️ভিডিও অ্যান্ড অ্যানিমেশন (Video and Animation) 

এখানে ভিডিও এবং অ্যানিমেশন এর কাজগুলোই বেশি রয়েছে। যেমনঃ

১. ভিডিও এডিটিং, 

২. শর্ট ভিডিও এড বা বিজ্ঞাপন তৈরি করা। 

৩. ক্যারেক্টার অ্যানিমেশন,  অর্থাৎ বিভিন্ন মুভি, গেইমের, কি রকম বৈশিষ্ট্য হবে সেগুলো বানিয়ে দেওয়া। 

৪. লগোর অ্যানিমেশন ভিডিও বানানো। 

৫. লেরিক্স অ্যান্ড ভিডিও মিউজিক,  অর্থাৎ গানের লেখা বা মিউজিক দেওয়া। 

৬. বিভিন্ন পূন্যের 3D  অ্যানিমেশন ভিডিও বানানো। 

৭. স্লাইডশো ভিডিও (slideshows)

৮. শিশুদের জন্য  অ্যানিমেশন কার্টুন বানানো।  

এই রকম আর অনেক কাজ রয়েছে যা আপনি চাইলে করতে পারেন।

✔️প্রোগ্রামিং অ্যান্ড ট্রিকস ( programing and Tech)

এগুলো খুব কঠিন কাজ এগুলো করতে খুব বেশি দক্ষতার প্রয়োজন হয়। এতে যে কাজ গুলো রয়েছে;

১. ওয়ার্ডপ্রেস, 

২. ওয়েব বিল্ডিং,  অর্থাৎ ওয়েবসাইট তৈরি করা। 

৩. ই-কমার্স এর কাজ করা।

৪. বিভিন্ন মোবাইল অ্যাপ বানানো। 

৫. ওয়েব প্রগ্রামিং,

৬. অনলাইনে কোডিং লেসন শেখানো। 

৭. ডেক্সটপ এর জন্য ভিডিও অ্যাপ্লিকেশান বানানো 

এই রকম আর অনেক কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারেন। 

তাছাড়া এখানে লাইফ স্টাইল সম্পর্কে ও কিছু কাজ রয়েছে।  

এখানে আপনি আপনার পেমেন্ট গুলো বাংক একাউন্ট এর মাধ্যমে তুলতে পারবেন। বর্তমানে অনেক বাংলাদেশি তরুণেরা এই সাইটে কাজ করছে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles