বন্ধুরা আসা করি সবাই ভালো আছেন. আজ দেখাবো 2 টি একাউন্ট খোলার নিয়ম এবং প্রয়োজনীয়তা।
১.ফেসবুক
নতুন ফেসবুক একাউন্ট খুলতে আপনার একটি ইমেইল বা ফোন নম্বর এর প্রয়োজন হবে।
১। নিজের কম্পিউটার বা মোবাইল থেকে ব্রাউজার ওপেন করুন তারপর www.facebook.com লিখে সার্চ (আমি আপনাদের ব্যাক্তিগত ভাবে সাজেস করবো গুগল অথবা মজিলা ব্যাবহার করতে) তার সেখানে লগইন ও sign up স্ক্রিন দেখতে পাবেন। তারপর যেখানে ”Create an account” লেখা আছে তার নিচে,যে ফর্ম টি দেখতে পাচ্ছেন সেটি ফিলাপ করতে হবে ।
Sign up করার পর আপনার মোবাইল নম্বর বা ইমেইল এড্রেস এ একটি OTP যাবে ।
ফেসবুক আপনার সেই ইমেইল বা মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য একটি “5 digit” কনফার্মেশন কোড পাঠাবে। এবার সেই কোড টি ইমেইল বা মোবাইল থেকে দেখে নিয়ে এই ভেরিফেকশন বাক্স এর মধ্যে টাইপ করুন।
একাউন্ট ভেরিফাই করার পর ফেইসবুক আপনাকে প্রথমে profile picture আপলোড করতে বলবে।
facebook এর গুরুত্ব দিনে দিনে বেড়েই চলছে। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে facebook ব্যাবহার করা হয়। যেমন:
১. শিক্ষার মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হয় ।
২. পত্রিকা হিসেবে ফেসবুকের প্রয়োজনীয়তা ও গুরুত্ব রয়েছে।
৩.টাকা আয়ের মাধ্যম হিসেবে ফেসবুক ব্যবহৃত হয়ে থাকে।
৪.পণ্যের ক্রয়-বিক্রয় এর জন্য ইহার প্রয়োজনীয়তা আছে।
2. জে আইটি (jit.com.bd) আর্নিং প্রোগ্রাম
বাংলাদেশে যে সাইট গুলো রয়েছে যেখান থেকে আর্টিকেল লিখে ইনকাম করা যায় তার মধ্যে একটি সাইট হল জে আইটি প্রোগ্রাম।
জে আইটি প্রোগ্রামে একাউন্ট খোলার নিয়ম।
blog.jit.com.bd লিখে ব্রাউজারে সার্চ করতে হবে।রেজিস্টার ক্লিক করে একাউন্ট তৈরি করতে হবে।
এই সাইটির জনপ্রিয় কিছু ফিচার হলঃ
1. আর্টিকেল লিখাটিতে কমপক্ষে ৩৫০ টি শব্দ থাকতে হবে।
2. একটি ইউনিক ফিচার যুক্ত করতে হবে।
3. আপনার আর্টিকেলটি ইউনিক হতে হবে।
4. এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে 10 টাকা বোনাস পাবেন।
5. প্রতিটি আর্টিকেলে ৫০০ ফেকে ৩০০০ টাকা পেতে পারেন।
যে সকল বিষয়ে এখানে আর্টিকেল লেখা যাবে।
অনলাইন ইনকাম,সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ব্লগিং এন্ড ওয়েবসাইট, ইউটিউব, ওয়ার্ডপ্রেস, ব্লগার, এস.ই.ও, ডিজিটাল মার্কেটিং, কম্পিউটার ও মোবাইল, এন্ড্রোয়েড এপ, গেমস, টেকনোলজি, সফটওয়্যার, সাইন্স ও সাকসেস স্টোরি।
২। রেফার করে আয়
একজন মেম্বার যখন রেজিস্টার করবে তার ড্যাশবোর্ডে একটি রেফারেল লিংক হয়ে যাবে। এবং সেই লিঙ্ক থেকে যত মেম্বার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবে, রেজিষ্ট্রিকৃত মেম্বার এর ইনকামের 20% ইনকাম রেফারেল একাউন্টে জমা হবে।
নোটঃ রেফারকৃত মেম্বার এর একাউন্ট থেকে কোন টাকা কাটা হবে না। এটি সরাসরি ওয়েবসাইট কর্তৃপক্ষ থেকে প্রদান করা হবে।
jit Earning Programme থেকে টাকা উত্তোলন।
এখান থেকে নগদ. বিকাশ, রকেট,শিওরক্যাশের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
You must be logged in to post a comment.