ফেসবুকের ব্যানার/থাম্বনেইল সাইজ। ফেসবুকের ব্যানার ডিজাইন। হিরো আলমের পোস্টা।

আপনি কি ফেসবুকের ভিডিওর জন্য প্রফেশনালভাবে ব্যানার ডিজাইন করতে পারেন না?

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

 

প্রফেশনাল ভাবে ব্যানার তৈরি করা শিখতে চান?

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে প্রফেশনাল ভাবে ব্যানার ডিজাইন করা যায়। তোমাকে আমরা ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কাজ করে তারা অনেকেই ভালো ডিজাইন করতে পারেন না। 

যারা প্রকাশন করতে পারেন না তার জন্য আজকের আর্টিকেলটি। আপনার ফেসবুকের ভাই ইউটিউব চ্যানেলের ভিডিওতে কেউ কম আসার কারণ কি জানেন? 

ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিডিওতে কেউ আসার কারণ হলো ভালোভাবে ব্যানার ডিজাইন না করা। প্রফেশনাল ভাবের ভিডিওর থামনেইল তৈরি না করতে পারলে আপনার ভিডিওতে বেশি  ভিউ আসার চান্স থাকবে না।

আপনি যদি প্রফেশনাল ভাবে ভিডিওর থামনেল তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতে বাধ্য। ভালো ভাবে ভিডিও থামনেইল তৈরি করতে না পারলে ভিডিওতে ভিউ কম আসা স্বাভাবিক। আপনারা হয়তো অনেকে জানেন না কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে ভাল ভাবে থামনেইল তৈরি করা যায়।

তো চলুন দেরি না করে জানা যাক, কোন অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে অনেক প্রফেশনাল ভাবে থামনেইল তৈরি করা যায় ।


এপ্লিকেশনটি ইন্সটল করার জন্য সরাসরি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন Pixallab. 


সার্চ করার পর আপনি প্রথমে অ্যাপ্লিকেশন টা পেয়ে যাবেন। অ্যাপলিকেশনটি  ইনস্টল হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 



ইনস্টল হওয়ার শেষ হলে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।  ওপেন করে আবার প্রথমে Allow দিতে হবে আপনার Allow করে দিবেন।


তারপর ইংরেজিতে লেখা  New Text লেখায় দুইবার ক্লিক করুন।



তারপর এখানে আপনার পছন্দের লেখা লিখে Ok  তে ক্লিক করবেন।  



Ok তে ক্লিক করার পর লেখাটি এখানে চলে আসবে। লেখাতে ক্লিক করার পর এখানে নিচে AB font নামে একটি অপশন পাবেন। 





সেখানে ক্লিক করার পর My font নামে একটা অপশন দেখতে পাবেন আপনি সেখানে ক্লিক করে stylish font যোগ করে নিবেন। 






Font যোগ করার পর এখানে লেখাটি চলে আসবে। তারপর সেখানে কালার নামে একটা অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করবেন। 





সেখানে আপনি অনেক ধরনের কালার দেখতে পাবেন।  যেকোনো একটি কালার সিলেক্ট করুন তারপর Ok  অপশনে ক্লিক করবেন। 





Ok  তে ক্লিক করার পর কালারটি যোগ হয়ে যাবে৷ 

তারপর এখানে আপনি যেকোনো একটি ছবি যোগ করতে পারেন।  আমি হিরো আলমের ছবিটি যোগ করব।  ছবি যোগ করার জন্য ছবিতে থাকা Background remove করতে হবে। 






 

Background remove করার জন্য সরাসরি remove.bg অ্যাপলিকেশনটি ওপেন করবেন।  Open করার পর Upload image এ ক্লিক করবেন। 





তারপর সরাসরি গ্যালারিতে নিয়ে যাওয়া হবে।  গ্যালারি থেকে ছবি সিলেক্ট করুন৷ 






ছবি সিলেক্ট করার পর আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন।  সেখানে নীল লেখা Download লেখায় ক্লিক করবেন।  তারপর আপনার ফটোটি gallery তে Save হবে। 








তারপর আপনি ছবিটি  সেখানে নিয়ে আসার জন্য নিচে  import অপশনে ক্লিক করবেন। তারপর আপনার ছবিটি import হবে। 







 

তারপর সেখানে Transparent নামে একটা অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করবেন। 
তারপর আপনি আবার অ্যাপলিকেশনটি আবার নতুনভাবে Open করবেন। ওপেন করার পর Background সিলেক্ট করবেন৷ 





Background সিলেক্ট করার জন্য ওপরে,... তিনটি ডট দেখতে পাবেন।  সেখানে use image from gallery তে ক্লিক করবেন।  তারপর আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে।  গ্যালারি থেকে Background সিলেক্ট করুন৷ 


Background সিলেক্ট করার পর সেখানে import অপশনে ক্লিক করবেন।

import অপশনে ক্লিক করার পর প্রথম যে ছবিটি ডাউনলোড করেছিলেন সেটা import করুন।



ছবিটি  import করার পর আপনার কাজ শেষ।  তারপর ছবিটি ডাউনলোড করতে হবে।  ডাউনলোড করার জন্য ওপরে শেয়ার আইকনের বামে একটি অপশন  পাবেন৷  সেখানে ক্লিক করবেন। 

সেখানে ক্লিক করার পর format png ও dimensions এ Ultra করে দেবেন।  সব কাজ করা হলে Save to gallery তে ক্লিক করবেন।  আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে।


আশা করি সম্পূর্ণ আর্টিকেলটি আপনারা ভালোভাবে পড়েছেন। আমি সর্বদা সঠিক তথ্য দেয়ার চেষ্টা করেছি ৷ আমার লেখা আর্টিকেলে যদি কোনোপ্রকার ভূল পেয়ে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। 


আমার আর্টিকেলটা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন!

নামাজ বাদ দিয়ো না বন্ধু ।  নামাজ পড়ো বন্ধু ,
এপারের থেকে ওপারের জীবন অনেক বেশি সুন্দর♥️।



Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

লেখক সম্পর্কেঃ