কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন

ফেসবুক শুধুমাত্র  যোগাযোগ  করার জন্য ব্যবহার করা হয় না। মার্ক জাকারবার্গ ২০০৪ সালে এই ফেসবুক আবিষ্কার করেন।এটার বিস্তার সারাদেশ জুড়ে।এটাই যোগাযোগ অডিও ভিডিও কথা বলা যায় লিখে কথা বলা যায়।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

ফেসবুকে যে ইনকামের দিকটা বলছিলাম সেটি হল পেজ। পেজ ফেসবুকের একটি অংশ।এই পেজ খুলে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। কিন্তু এর কিছু দিকনির্দেশনা মেনে কাজ করতে হবে আর ধৈর্যশীল ও পরিশ্রমি হতে হবে।

কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন কিভাবে ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করবেন? 

ফেসবুক থেকে ইনকাম কি আসলেই সম্ভব? 

ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম কি আসলেই সম্ভব এটা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে।হুম জাগাটাই সাভাবিক।আমরা আপনাদের বলছি একটি ফেসবুক পেজ তৈরি করে সত্যিই ইনকাম করা সম্ভব। এর জন্য অনেক পরিশ্রমী হতে হবে আপনাদের। এটা বহুলপ্রচলিত যে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। 

ফেসবুকের আয়ের কিছু উপায় সমূহ 

অনেকেই ফেসবুক শুধুমাত্র যোগাযোগ করার জন্য ব্যবহার করেন। বাংলাদেশে এটা এমনভাবে ব্যবহার হয়ে থাকে কিছু সাংখ্যিক  লোকজন পেজ থেকে ইনকাম করেন। শুধু পেজ থেকে ইনকাম না তারা ইউটিউব থেকেও ইনকাম করেন।

ফেসবুক পেজ তৈরি করে ও রিলস এ ভিডিও পোস্ট করে ইনকাম করা সম্ভব। পেজ থেকে প্রতিদিন ভিডিও বা পোস্ট ছাড়তে হবে।কেননা পেজটি রানিং করে নিতে হবে।নিয়মিত পোস্ট করতে হবে।

ফেসবুক থেকে আয়ের কিছুপূর্ব শর্ত 

এখন বলি শুধুমাত্র একটি ফেসবুক পেজ খুললেই কিন্তু ইনকাম হবেনা।সকলের  নিয়মমাফিক কাজ করতে হবে এবং ফেসবুকের সকল সেটিংস মেনে কাজ করলে অবশ্যই ইনকাম করা সম্ভব। 

পেজে আমাদের নিয়মিত ভিডিও ছাড়তে হবে এবং সেই ভিডিওতে ভিউ থাকা আবশ্যক। শুধুই ভিউ থাকলে হবে না এর একটা নিয়ম রয়েছে এটি অনুযায়ী থাকা লাগবে উপরে আনলিমিটেড।  আপনার পেজে ফলোয়ার বাড়ানো লাগবে। 

এবং কিছু ফেসবুক কতৃপক্ষের শর্ত-

  • ১. অবশ্যই ফেসবুকের নিয়মানুযায়ী কাজ করতে হবে।
  • ২. রুলস ফলো করতে হবে।
  • ৩.কোন সেক্সুয়াল বিষয় পোস্ট দেওয়া যাবে না দিলে পেজ রিপোর্টের সম্মুখীন হতে পারে।
  • ৪.সকল টার্ম মেনে চলা।
  • ৫.পেমেন্ট টার্ম অবশ্যই দেখে মেনে চলতে হবে।

এসব সকলকিছু মেনে চললেই আমরা ইনকাম করতে পারব ফেসবুক পেজ থেকে।

ফেসবুক থেকে ইনকাম করার জন্য যে যোগ্যতাগুলো দরকার

  • ১.ভিডিও : যখন পেজ এ ভিডিও আপলোড করবেন তখন দেখে নিবেন ভিডিওটা ৩ মিনিটের কিনা। সর্বনিম্ন ৩ মিনিটের ভিডিও আপলোড করতে হবে
  • এবং নিজের কনটেন্ট হতে হবে অন্যের ভিডিও বা গান কপি করলে হবে না। 
  • ২.ভিউ: পেজের ভিডিওতে অবশ্যই ভিউ থাকা লাগবে।  এমনকি ভিউদের ১ মিনিট ধরে কোন ভিডিও ছাড়লে সেটা দেখা লাগবে। ৩০০০০ ভিউ দেখলে হবে এবং তাদের ১ মিমিট ধরে ভিডিও দেখতে হবে। তাহলে ইনকাম করা সম্ভব। 
  • ৩. মনিটাইজেশন: ফেসবুক মনিটাইজেশন করতে হবে এটি করলে সহজতর ও ভালো হয়।

ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে  ইনকাম

ফেসবুক মার্কেট এ ইনকাম করা সম্ভব। এড দিয়ে বিভিন্ন মাধ্যমে ইনকাম করা যায় এর নানা ধরনের প্লাটফর্ম রয়েছে তাদের মাধ্যমে ইনকাম করা সম্ভব। 

  • ফেসবুক দ্রব্যমূর্ল ক্রয় বিক্রয় করে ইনকাম করা সম্ভব। 
  • Affiliate মার্কেটিং এর মাধ্যমে সম্ভব 

ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব আসলেই তাই আমরা এইদিকে ওইদিকে না ঘুরে বাড়িতে ঘরে বসেই ফেসবুকের মাধ্যমে ইনকাম করতে পারি। 

পরিশেষে বলা যায় -

আসলেই ফেসবুক ইনকাম আমাদের জীবনকে সহজতর করে দিছে। বেকার বসে না থেকে অত্যন্ত ঘরে বসে ইনকাম করা সম্ভব। আমাদের লক্ষ্য ঠিক থাকলে অবশ্যই সম্ভব। 

আমাদের সকলকে ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে।  উপরিউক্ত আলোচনা থেকে কি বুঝতে পারলাম ফেসবুক পেজ থেকে আসলেই সম্ভব ইনকাম করা। আমাদের শুধুমাত্র রুলস মেনে চলতে হবে। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট