জেনে নিন অনলাইন ইনকামের সবচেয়ে সহজ উপায় ইমেইল মার্কেটিং সম্পর্কে।

আমরা অনেকই চাই ঘরে বসে বসে আয় করতে। কিন্তু চাইলেই কি আর সব সময় সব কিছু সম্ভব হয়!হয়না। ঘরে বসে আয় করার জন্য সে বিষয়ে জ্ঞান থাকতে হবে।অনেক রিসার্চ করতে হবে।ভালো ভাবে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তারপর মাঠে নামতে হবে। 

সঠিক গাইডলাইন আর সঠিক উপায় জানা থাকলে আয় করাটা কিন্তু খুব কঠিন কিছু না। 

আসুন আজকে জানা যাক ঘরে বসেই অনলাইনে কিভাবে ইমেইল মার্কেটিং করা যায়। যতোটা সম্ভব সহজভাবে জিনিসটা উপস্থাপন করার চেষ্টা করবো। 

ইমেইল মার্কেটিং কি? 

প্রথমেই আমাদের জানতে হবে ইমেইল মার্কেটিং জিনিসটা আসলে কি। উদাহরণ দিয়ে বুঝাই -

মনে করুন, আপনি কাপড়ের উপর হ্যান্ডপেইন্টের কাজ শুরু করতে চাচ্ছেন।আপনার ঘরের লোকজন ছাড়া আর কেউ একথা জানে না। লোকজন না জানলে আপনার কাছে কোনো অর্ডার আসবেনা। অর্ডার না আসলে আপনি কাজও করতে পারবেন না। 

তাই প্রথমেই যা প্রয়োজন সেটা হচ্ছে ব্যবসার প্রসার।আপনি যে ব্যবসাটা করছেন সেটা আপনাকে বাহিরে জানান দিতে হবে।তবেই মানুষ জানতে পারবে সে সম্পর্কে। আর যখন তাদের সেই জিনিসটা প্রয়োজন হবে তখন আপনার কাছে আসবে। 

ইমেইল মার্কেটিং ব্যাপারটা এরকম যে আপনি ঘরে বসেই আপনার পন্যের প্রচার করতে পারবেন এবং অর্ডার নিতে পারবেন ইমেইলের মাধ্যমে।  

এক্ষেত্রে আপনি আপনার আত্মীয় -স্বজন,বন্ধু -বান্ধবসহ বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে ইমেইলে তাদেরকে আপনার পন্য সম্পর্কে অবহিত করতে পারেন।

ইমেইল মার্কেটিং করার জন্য কি কি লাগবে? 

আপনি যদি Email Marketing করতে চান তাহলে যা যা প্রয়োজন তা হলোঃ

১.একটি কম্পিউটার  বা ল্যাপটপ বা স্মার্টফোন। 

২.ইন্টারনেট সংযোগ। 

৩.অনলাইন ভিত্তিক ব্যবসা। 

৪.একটি ব্যবসায়িক ইমেইল আইডি। 

কিভাবে ইমেইল মার্কেটিং করবো? 

সবচেয়ে কমন প্রশ্ন এটাই।সবার বোঝার সুবিধার্থে সহজভাবেই বলি। 

ইমেইল মার্কেটিং কারার জন্য আপনাকে সবার আগে আপনার পন্যের গুনগত মান বজায় রাখতে হবে।ইন্টারনেট ঘাটাঘাটি করে বিভিন্ন কোম্পানি, সংস্থার ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করতে হবে। এরপর সেইসব অ্যাড্রেসে ইমেইল করে আপনাকে আপনার পন্য সম্পর্কে জানাতে হবে।

আপনার পন্যের গুনগত মান,টেকসই,দাম,অফার,আপডেট ইত্যাদি সমস্তকিছু একসাথেই সবাইকে জানিয়ে দিতে পারবেন ইমেইলের মাধ্যমে।

ইমেইল মার্কেটিং আপনি দুই ভাবে করতে পারবেন একটা হচ্ছে ফ্রী আর অন্যটি পেইড।এই দুই ধরনের টুলস দিয়েই আপনি করতে পারবেন। জিমেইল, ইয়াহু দিয়ে একসাথে হাজার হাজার ইমেইল পাঠানো যায় না৷ এজন্য আপনাকে অন্য টুলসের সাহায্য নিতে হবে। 

আমি এখানে কিছু টুলসের তালিকা দিচ্ছি ঃ

১.Sender

২.Mailerlite

৩.Hubspot Email Marketing

৪.Sendpulse

৫.Benchmark Email

ইত্যাদি আরও অনেক টুলস রয়েছে।  

এসব টুলস দিয়ে আপনি ফ্রীতেই হাজার হাজার ইমেইল একসাথে পাঠাতে পারবেন। মানে আপনার লিস্টে যতো ইমেইল এড্রেস থাকবে সবাইকে একবারেই জানিয়ে দিতে পারবেন।  

এছাড়া অনেক পেইড টুলস আছে।তবে সেগুলো যথেষ্ট ব্যয়বহুল। এক্ষেত্রে আমার মতামত আপনি ফ্রী দিয়েই কাজটি যখন করতে পারছেন তাহলে অযথা টাকা খরচা করবেন কেন। ফ্রীতেই কাজ চালিয়ে যান।

এরপর আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার ইমেইলটাকে আকর্ষণীয় বানানোতে। এমন ভাবে ইমেইল সাজাবেন যেন আপনার পন্যের পার্ট বাই পার্ট সব তথ্য যেন সেখানে থাকে। মনে রাখবেন খুব সস্তা কোনো প্রোডাক্টের ইমেইল মার্কেটিং করবেন না।তাহলে ব্যর্থ হবেন।চেষ্টা করবেন ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে।

ইমেইলের ভাষা হবে সহজ এবং সাবলীল।  কঠিন কঠিন শব্দ থাকলে ক্রেতা বিরক্ত হয়।

এতো ইমেইল এড্রেস কিভাবে সংগ্রহ করবো? 

চিন্তা করবেন না। খুব সহজেই করতে পারবেন। দুইভাবে কাজটি করা যায়। 

প্রথমত,আপনি যে সব সাইট ইমেইল এড্রেস লিস্ট বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে এড্রেস লিস্ট কিনে নিতে পারেন। 

দ্বিতীয়ত,ফ্রী টুলসের সাহায্যে নিজে নিজেই ইমেইল এড্রেস খুঁজে নেওয়া। 

Gravity Forms,Sleeknote,Sumome,Optimonster,Bloom এসব টুলসের মাধ্যমে নিতে পারেন।

ইমেইল মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় কিছু সফটওয়্যারের তালিকাঃ

১.Drip.

২.Mad Mimi. 

৩.Reach Mail.

৪.Mail chimp.

৫.Mail Genius.

৬.Cake mail.

৭.Mail jet.

এই সফটওয়্যারগুলো ব্যবহার করে খুব সহজেই ইমেইল মার্কেটিং করা যায়।

আরও তথ্যঃ

সফলভাবে ইমেইল মার্কেটিং করার জন্য রয়েছে অনেক উপায়।বিভিন্ন টুলস ও সফটওয়্যারের পাশাপাশি আছে বিভিন্ন মার্কেট প্লেস।

যেমনঃ

১.Fiverr

২.Upwork

৩.Workup job bd

৪.Freelancer 

৫.People per Hour

৬.The Creative Group

ইত্যাদি।এসব মার্কেটপ্লেসে আপনি অনেক ওয়ার্কার পাবেন যাদের মাধ্যমে আপনি সফলভাবে ইমেইল মার্কেটিং করতে পারবেন।

উদাহরণ ঃ

একজন সফল অনলাইন ব্যবসায়ীর উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যাতে জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। 

লিমা আক্তার একজন ছাত্রী। তার ইচ্ছা ছিল লেখাপড়ার পাশাপাশি বাড়তি কিছু ইনকাম করার। এজন্য সে অনলাইন ইনকাম ের পথ বেছে নেয়।সে কিছু বিদেশি ব্রান্ডের অথেনটিক কসমেটিকস দিয়ে তার ব্যবসা শুরু করে।ব্যবসার প্রথমে সে তেমন কোনো সাড়া পায়নি ক্রেতাদের।

এরপর সে ভাবলো তার ব্যবসা সম্পর্কে সবাইকে জানানো উচিত। কারন যদি কেউ না জানতে পারে তাহলে তার কাছ থেকে কিনবে কিভাবে।যা ভাবা তাই কাজ। অমনি সে লেগে পড়লো তার ব্যবসার প্রসারে।এক্ষেত্রে সে বেছে নিলো ইমেইল মার্কেটিংকে।

সে বিভিন্ন ভাবে বিভিন্ন টুলসের সাহায্যে বিভিন্ন কোম্পানি, সংস্থা ও লোকজনদের ইমেল করে করে তার প্রোডাক্ট সম্পর্কে জানাতে লাগলো।এছাড়াও বিভিন্ন উৎসবে প্রোডাক্টের উপর অফার,নতুন প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে ইমেইল করলো।

এতে সে বিপুল সাড়া পেল।কারন তার ইমেইলের মাধ্যমে ক্রেতা পন্যের বিস্তারিত জানতে পারতো আর আস্তে আস্তে সবার মাঝে বিশ্বস্ত হয়ে উঠলো।এভাবেই সে মাত্র দেড় বছরের ব্যবধানে তার ব্যবসা দাঁড় করিয়ে ফেলল ইমেল মার্কেটং করে।

শেষকথাঃ

বর্তমান আধুনিক বিশ্বের মানুষ কেউই অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চায়না৷ তারা যতোটা সম্ভব নিজের পায়ে দাড়িয়ে আত্মনির্ভরশীল হতে চায়। এক্ষেত্রে অনলাইন ইনকাম তাদের জন্য আর্শীবাদ স্বরূপ। কারন অনলাইন প্লাটফর্মে নিজের প্রতিভা ও ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে  মানুষ প্রতিদিন বিলিয়ন বিলিয়ন ডলার লেন-দেন করছে। ঘরে বসে বসেই কাজ করে নিজের একটা পরিচয় তৈরি করা সম্ভব হচ্ছে।

তবে মনে রাখতে হবে ইমেইল মার্কেটিং করার জন্য  আমাদেরকে অবশ্যই অথেনটিক প্রোডাক্ট নিশ্চিত করতে হবে। এবং অন্যদের ইমেইলের প্রাইভেসি রক্ষা করতে হবে। 

ধন্যবাদ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.