অনলাইনে আয় করার সহজ উপায় -১ম পর্ব

বর্তমান যুগ বিশ্বায়নের যুগ।এখন সবাই আমরা স্মার্ট ফোন ব্যবহার করে থাকি।এমন মানুষ খুজে পাওয়া দুস্কর যে কিনা একটা এনড্রয়েট ফোন ব্যবহার করেনা।

আর এই এনড্রয়েট ফোন থাকলেই ইনকাম করা সম্ভব সাথে দরকার কিছু স্কিল সেটা ইংলিশ অথবা বাংলা।

ধরে নিলাম আপনি ইংরেজি মোটেই জানেননা কিন্তু বাংলা আপনি অবশ্যই জানেন।আর এই সহজ সাবলীল বাংলা ভাষা দিয়েই উপার্জন করা সম্ভব।

তাহলে আমরা যদি উপার্জন করতে চাই কি কি দরকার আমাদের আর কোথায় কিভাবে উপার্জন করবে এ বিষয়ে বিস্তারিত আলোচোনা করব আপনাদের সাথে।

যা যা দরকারঃ

১.এনড্রয়েট ফোন

২.নেটওয়ার্ক কানেকশন

৩.ভাষা দক্ষতা (ইংলিশ /বাংলা/অন্যান্য)

৪.ফ্রি সময়

৫.কাজ করার ইচ্ছা ও আগ্রহ

৬.পরিশ্রম করার মানসিকতা

কোথায় কিভাবে উপার্জন করা যাবেঃ

প্রয়োজনীয় বিষয়গুলো  নিয়ে ভার্চুয়াল জগত যেটাকে আমরা অনলাইন সেক্টর বলে থাকি সেখানে আপনি উপার্জন করতে পারবেন।আপনি নিচের  যেকোন একটি ওয়েবসাইটে যাবেন এবং রেজিস্ট্রেশন করে কাজ শুরু করবেন ব্যাস আপনার ইনকাম শুরু।

আমি একটি ওয়েবসাইটকে উদাহরন হিসেবে তুলে ধরছি ধরুন জে-আইটি আর্নিং প্রোগ্রাম।আপনি গুগল এ গিয়ে জে-আইটি লিখে সার্চ করুন এবার রেজিস্ট্রেশন করুন ইমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে।

এখানে আপনি আর্টিকেল,অনলাইন উপার্জন,ফেসবুক,টুইটার,ইনস্টগ্রাম, জীবনে সফলতার গল্প নিয়ে লিখতে পারবেন।আপনি গ্রাথোর.কম এ গেলে বিভিন্ন গল্প লিখে উপার্হন করতে পারবেন।

এইরকম শত শত ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি খুব সহজে ঘরে বসে উপার্জন করতে পারবেন।

ব্লগিং করে আয়ঃ

ব্লগ হচ্ছে একটি ডাইরির মতন।আমরা অনেকেই শখের বসে প্রতিদিন ডাইরি লিখে থাকি।আর এই শখের লেখাটাই যদি অনলাইনে একটা সাইটে গিয়ে লিখে থাকি সেটা হবে ব্লগিং আর এই ব্লগিং থেকে ভালো ভাবেই উপার্জন করা সম্ভব।

ব্লগিং এর জন্য প্রয়োজন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন। কম্পিউটার বা ল্যাপটপে সহজে ব্লগিং করা যায়। এর সাথে অবশ্যই থাকতে হবে ইন্টারনেট কানেকশন ও প্রবল ইচ্ছাশক্তি।

আপনার যে বিষয়ে আগ্রহ,জ্ঞান বা অভিজ্ঞতা বেশি সেই বিষয়ে ব্লগিং করলে তা সব থেকে বেশি কার্যকর হবে।যেমন, রান্না, ভ্রমন,খেলাধূলা, আইন,জীবনী ইত্যাদি।

ইউটিউবিং করে আয়ঃ

ইউটিউব থেকে আয়ের প্রধান উৎস বিজ্ঞাপন। আপনি ভিডিও তৈরি করবেন এবং ভিডিও এর শুরুতে,মাঝামাঝি যেকোন জায়গায় বিজ্ঞাপন দাতাদের বিজ্ঞাপন দেখিয়ে উপার্জন করতে পারবেন।

এছাড়াও পন্য বিক্রয়,ইউটিউব প্রিমিয়ার ইত্যাদির মাধ্যমে আয় করা সম্ভব।

আমরা ২য় পর্বে বাকি টিপস ও ট্রিকস গুলি নিয়ে আলোচনা করবো এবং আরও বেশি তথ্য দিব।।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles