থেকে আয়। কিভাবে সহজেই ফেসবুক থেকে আয় করতে পারবেন তা নিয়ে আজকের এই আর্টিকেল আলোচনা চলবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেল।
ফেসবুক মার্কেটিং এমন একটি মাধ্যম ,যার মাধ্যমে ব্যবসার পণ্য এবং সেবা সর্ম্পকে ফেসবুক ইউজার বা ব্যবহার কারীদের মাঝে জানিয়ে দেয়া হয়।এটাই হলো ফেসবুক মার্কেটিং।
ফেসবুক মার্কেটিং কয় প্রাকার ?
ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রাকার-
১। ফ্রি ফেসবুক মার্কেটিং।
২। পেইড ফেসবুক মার্কেটিং।
ফ্রি ফেসবুক মার্কেটিং যার মাধ্যমে ইনবেস্ট ছাড়া মার্কেটিং করা যায়। আর পেইড ফেসবুক মার্কেটিং এটার বিপরীত।
এবার আমরা এসব বিষয় নিয়ে আলোচনা না করে আর্টিকেল এর মূল টপিক এ চলে যাই।
ফেসবুক থেকে টাকা ইনকাম করার জনপ্রিয় দুইটি মাধ্যম
ফেসবুক থেকে টাকা ইনকাম করার অনেক রকম পথ রয়েছে। আমার মতে ফেসবুক থেকে টাকা ইনকাম করার এ দুইটি পথ অনেক পরিমান টাকা ইনকাম করতে সাহায্যে করবে।
১। ভিডিও আপলোড করে টাকা ইনকাম।
২। ফেসবুকে মার্কেটিং করে টাকা ইনকাম।
এবার এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক।
কিভাবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন?
ফেসবুক থেকে টাকা ইনকাম এর সহজ পথ হচ্ছে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা। একাজটি করতে গেলে আপনাকে প্রথমে একটা পেজ ক্রিয়েট করতে হবে।
তারপর বিভিন্ন প্রাকার ভিডিও যেমন- ইসলামিক ভিডিও, শিক্ষা মূলক ভিডিও, বিনোদন মূলক ভিডিও যে কোন ধারনের ভিডিও হতে পারে। আপনাকে ভিডিও তৈরী করতে হবে।
তারপর ওই ভিডিও আপনার ফেসবুক পেজ এ আপলোড করতে হবে। এভাবে ভিডিও আপলোড করতে করতে যখন আপনার পেজ এর ফলোয়ার বেড়ে যাবে ,
তখন থেকে আপনি ওই ফেসবুক পেজ সহজেই টাকা ইনকাম করতে পারবেন। আমার মতে ফেসবুক থেকে টাকা ইনকাম এ পথটি খুবই সহজ। যদি আমরা চেষ্টা করি।
কিভাবে ফেসবুকে ব্যবসা করে টাকা ইনকাম করবেন?
আমাদের দেশে অনেকেই আছে যারা এক এক জন বিভিন্ন ছোট ছোট ব্যবসা করে। যাদের এ ধারনের ব্যবসা আছে তারা চাইলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারে।
এর জন্য আপনাদের একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তারপর ওই পেজ এ আপনাদের পণ্য গুলো পোস্ট করবেন। পোস্টে ফোন নাম্বার দিয়ে দিবেন।
এরপর যাদের আপনাদের পণ্য পছন্দ হবে তারা আপনাদের কে ফোন দিবে। এরপর আপনি চাইলে আপনার পণ্যটি কাস্টমারের হাতে পৌঁছে দিবেন।
ফেসবুক ব্যবসা নিয়ে কিছু পরামর্শ
১। স্প্রেডশীট : সকল ধারনের হিসাব-নিকাশ থেকে শুরু করে কাস্টমারের নাম,ফোন নাম্বার,ঠিকানা সবকিছু স্প্রেডশীট এ লিখে রাখবেন।
২।ট্রেড লাইসেন্স : আপনার ব্যবসা যখন একটা ভালো পর্যায়ে চলে যাবে । তখন ট্রেড লাইসেন্স বানিয়ে ফেলবেন। এতে আপনার কাজ করতে ভালো লাগবে।
৩। ডেলিভারি পার্টনার : অনলাইন ব্যবসার একটা গুরুত্ব পুর্ণ কাজ হলো ডেলিভারি পার্টনার ।আপনি যে সাইটে ব্যবসা করেন দেখবেন অনেক ডেলিভারি কোম্পানি রয়েছে।
আপনি চাইলে তাদের সাথে চুক্তি করে নিতে পারেন।
ফেসবুক থেকে আয়ের শর্তসমূহ
১। ফলোয়ার : ফলোয়ার কাকে বলে ?
ফলোয়ার হচ্ছে আমরা ভিডিও আপলোড করার জন্য যে পেজ টা ক্রিয়েট করি, ওই পেজ কে ইউজার গণ ফলো করতে হবে।
ফেসবুক এর নিয়ম অনুযায়ী একটা পেজ থেকে আয় করতে হলে ,তার ওই পেজ এ ১০০০০ ফলোয়ার থাকতে হবে।
২। ভিউস : আপনার ভিডিওতে যদি ভিউস না হয়। তাহলে দশ হাজার না ,এক লক্ষ থাকলে ও টাকা ইনকাম হবে না।
আবার দশ হাজার ফলোয়ার যদি না থাকে তাহলে ভিডিও তে যদি এক লক্ষ ভিউস হয় ।তাহলে ও টাকা ইনকাম হবে না। এক কথায় একটার সাথে আরেক টার সর্ম্পক থাকতে হবে।
সর্বশেষ কিছু কথা
বর্তমান যুগ হচ্ছে আনলাইন এর যুগ। বর্তমানে আমরা যে সকল সুবিধা পেয়েছি অতীতে এমন সুযোগ-সুবিধা ছিলোনা।
আমরা এই অনলাইন প্লাট-ফরম টাকে কাজে লাগাই। ঘরে বসে না থেকে অনলাইনে এরকম দুই একটা কাজ করি। এতে আমাদের ভবিষ্যৎ এর উন্নতি হবে।সবাই ভালো থাকবেন । আল্লাহ হাফেজ।
আপনার এই ব্লগে এই লেখায় 20 দিনে (২৬.০৫.২২ থেকে ১৪.০৬.২২) আয় হয়েছে মাত্র 12 টাকা। তো কিভাবে কি ?
মানে বুঝিয়ে বলেন
Valo
অনেক সুন্দর ভাবে বিষয়গুলো বলেছেন
You must be logged in to post a comment.