সুপ্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আবার লিখছি।
অনলাইন ইনকাম ( online income) অনেক ভাবেই কার যায়। যেমন অনলাইন ইনকামের জন্য এন্ড্রয়েট অ্যাপের মাধ্যমে আয়। আজ এরকমই দুইটি এন্ড্রয়েট অ্যাপের কথা বলব।
এসব এন্ড্রয়েট অ্যাপের থেকে আপনি তেমন বেশি আয় করতে পারবেন না। খুব অল্প আয় করতে পারবেন।
১ম অ্যাপটি হলো Ridmik News.
Ridmik News : এ অ্যাপ থেকে আপনি কুইজের মাধ্যমে আয় করতে পারেন। আপনি প্রতিদিন এখানে কুইজ খেলতে পারেন। আপনাকে ৪ মিনিট সময় দেওয়া হবে।
এর মধ্যে আপনাকে ১০ টি কুইজের উওর দিতে হবে। যে যত তাড়াতাড়ি সবচেয়ে বেশি সঠিক উওর দিতে পারবে সেই হবে প্রথম।
আর এভাবেই প্রথম, দ্বিতীয় ও তৃতীয় এবং পরবর্তী ২০ জন যারা লিডারবোর্ডে থাকবে তাদের ক্যাশ, মোবাইল রিচার্জ ও আরো পুরস্কার দেওয়া হবে। শুধুমাত্র টপ ২০ কে পুরকার দেওয়া হবে।
যে প্রথম হবে তাকে ৩০০ টাকা মোবাইল রিচার্জ বা ক্যাশ পুরস্কার দেওয়া হবে। আর যে দ্বিতীয় হবে তাকে ২৫০ টাকা ও তৃতীয় স্থান অধিকারীকে ২০০ টাকা পুরস্কার দেওয়া হবে।
আর বাকী ১৭ জনকে ৫০ টাকা করে দেওয়া হবে। কুইজের বিষয় একদুইদিন আগেই জানিয়ে দেওয়া হবে।
কুইজে নিয়মিত অংশগ্রহণ করে আপনি সাপ্তাহিক, মাসিক বা সার্বজনীন রাংকে থাকতে পারেন।
আপনি এখানে শুধু কুইজই নয় জাতীয়, আন্তর্জাতিক ও বিবিধ বিষয়ে খবরও পড়তে পারেন। এবং খবর পড়ে বা কুইজে বিজয়ী হয়ে বিভিন্ন ব্যাজও সংগ্রহ করতে পারেন।
এছাড়া আপনি এখানে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে মতামতও দিতে পারেন।
আর এর পরের অ্যাপটি হচ্ছে প্রিয় অ্যাপ। এই অ্যাপটি আমার ভালো লাগে।
২য় অ্যাপটি হলো Priyo app.
এখানেও আপনি কুইজ খেলে আয় করতে পারেন তবে খুব অল্প আয় করতে পারেন। কারণ কুইজ খেলে তেমন বেশি আয় করা সম্ভব না।
এ অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। গুগল প্লে স্টোরের সার্চ বারে প্রিয় অ্যাপ লিখে সার্চ দিলেই আপনি অ্যাপটি পেয়ে যাবেন।
প্রিয় অ্যাপে আপনি প্রতিদিন একটি করে করে কুইজ খেলার সুযোগ পাবেন। কুইজের ফলাফল পরবর্তী দিন জানিয়ে দেওয়া হবে।
কুইজে সঠিক উত্তরদাতা ৫০ জনকে বিজয়ী করা হবে। তাদের পুরস্কৃত করা হবে। বর্তমানে ৫০ জন বিজয়ীর প্রত্যেককে ৫০০ প্রিয় পয়েন্টেস দেওয়া হচ্ছে। এসব পয়েন্টেস ব্যবহার করে আপনি প্রিয় নিলামে অংশগ্রহণ করতে পারেন।
প্রিয় অ্যাপে আপনি নিলামে অংশগ্রহণ করতে পারেন। এসব নিলামে আপনি বিভিন্ন পণ্য প্রিয় পয়েন্টের মাধ্যমে কিনতে পারেন।এমনকি আপনি টাকাকেও পয়েন্টসে কনভার্ট করতে পারেন।
প্রিয় অ্যাপে আপনি খবরও পড়তে পারেন। আন্তর্জাতিক, জাতীয় বা আপনার চারপাশের বা এলাকার খবরও সহজে প্রিয় অ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন।
এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে।
অনলাইন ইনকাম ( online income) এর অনেক উপায় আছে। যেখানে এই দুটি অ্যাপ কিছুই না। তবুও আপনারা অনলাইন ইনকামের জন্যই হোক আর বিনোদনের জন্যই হোক অ্যাপ দুটি একবার ট্রায় করে দেখবেন।
আজকে এ পর্যন্তই ছিল। আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরো ভালো কিছু, আরো ভালো ভাবে লিখতে পারি। আল্লাহ হাফেজ।
You must be logged in to post a comment.