সর্টকাটে অনলাইন ইনকাম এর জন্য কি কাজ শিখবেন

আমরা অনলাইনে থাকা সত্বেও আমাদের সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারেনা আপনি কি আপনার অনলাইনে থাকা সময় গুলোকে ফেসবুক  কিংবা  ইউটিউবে ভিডিও দেখার মাধ্যম  পার করে দিচ্ছেন?

আপনি কি জানেন আপনি চাইলে অনলাইনে থাকা সময়গুলোকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ইনকামের মাধ্যমে কিছু টাকা আয় করতে পারেন

অনলাইন থেকে আয় করার রয়েছে হাজার হাজার পদ্ধতি। এগুলো থেকে আপনি বেছে নিতে পারেন আপনার পছন্দের  কাজটি এবং ঘরে বসে আয় করতে পারেন হাজার হাজার টাকা।

একটি ইউটিউব  চ্যালেন তৈরি করে আয়

অনলাইন থেকে আয় করার একটি অন্যতম মাধ্যম হলো ইউটিউব চ্যানেল তৈরি করে আয় করা আপনি যখন একটি ইউটিউব চ্যানেল তৈরি করবেন তখন আপনি এখানে আপনার বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এটা একদম সহজ কাজ যেখান থেকে খুব সহজে আপনি ডলার ইনকাম করতে পারবেন শুধুমাত্র আপনার স্কিল এর মাধ্যমে ইউটিউব থেকে আপনি আপনার চ্যানেলটিকে এখান থেকে ইউনিক বসানোর মাধ্যমে ডলার আয় করতে পারবেন মনিটাইজেশন করে 

তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার চ্যালেনে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দিতে হবে ।

ব্লগ/ওয়েবসাইট তৈরি করে আয় 

আপনি খুব সহজে একটি ব্লগ সাইট তৈরি করার মাধ্যমে আয় করতে পারবেন। এই ব্লগ সাইট থেকে আয় করার জন্য আপনাকে একটি ফ্রি সাইট তৈরি করতে হবে 

আপনি একদম ফ্রিতে একটি ব্লগ সাইট তৈরি করে নিবেন। এই ব্লগ  সাইটে বিভিন্ন ধরনের আর্টিকেল পাবলিশ করে আয় করতে পারবন।

সিপিএ মার্কেটিং করে আয়

এটহলো এমন একটা অনলাইন আয় করার পদ্ধতি যার মাধ্যম আপনও য কোন একটি কম্পানির লিড কমপ্লিট করার মাধ্যম  ডলার আয় করতে পারেন। 

এখানে প্রায় 99% কাজইহলো আপনি য কাওকে একটি লিংক এর মাধ্যে  সাইনআপ করতে বলা।যেখানে তারা তাদের নাম এবং ইমেল লিখে দিলেই আপনি এখান থেকে ওই সমপরিমান ডলার আয় করতে পারবেন

ফাইভার এ কাজ করে

ফিভার মূলত একটি ফ্রিল্যান্সিং প্লাটফম যখানে আপনি অন্যদের কাজগুলোকে সম্পাদান করে এখান থেকে ডলার আয় করতত পারেন।

এখান থেকে আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারেন।যেমন গ্রাফিক্স  ডিজাইন যে কাউকে কনটেন্ট লিখে দেয়া এর কাজ্ লপো তৈরি করার কাজ ইত্যাদি। 

কপিরাইটিং করে আয়

আপনি চাইলে অন্য  যে কারো আর্টিকেল কপি করে আয় করতে পারবেন।তবে শুরু'র  দিকে এখান থেকো খুব বেচি আায় করতে পারবেননা।

আনলাইনে আয় করার যে সমস্ত আইডিয়া রয়েছে সেগুলো  যদি আমি বর্ননা করতে শুরু  করি তাহলে কতদিন কেটে যাবে তবু এই আইডিয়া গুলো সম্পর্ক  পুরোপুরি  ডিসকাসন করা সম্ভব  হবে না।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments
Md Shohidul islam - Jun 27, 2021, 6:10 PM - Add Reply

Nicr

You must be logged in to post a comment.
Rony - Jul 17, 2021, 11:35 AM - Add Reply

Well done

You must be logged in to post a comment.

You must be logged in to post a comment.

Related Articles