প্রথম যখন গুগল বাংলা ব্লগ সাইটে গুগল এডসেন্সের অনুমোদন দিল।তখন শুধু ব্লগ সাইট ছিল।তারপর কিছু বছর পরে প্রশ্ন উত্তর সাইট তৈরি করা হয়।
বর্তমানে অনলাইনে অসংখ্য প্রশ্ন উত্তর সাইট আছে।যেমনঃবিডি হেল্পার ২৪,বিস্ময়,আস্ক অ্যানসার,উইকিদার ইত্যাদি কিন্তু এগুলো খুব কম পেমেন্ট করে থাকে।
এদের মধ্যে অন্যতম এবং জনপ্রিয় হলো অথোর আর্নিং অথোর আর্নিং সবচেয়ে বেশি পেমেন্ট করে থাকে,
অথোর আর্নিং এ রেজিস্ট্রেশন করার নিয়মঃ প্রথমে authorearning.com এ যান লিংকটি কপি করে সার্চ করে নেবেন তারপর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
রেজিস্ট্রেশন ভেরিফাই করতে ইমেইলে যাওয়া ভেরিফিকেশন লিংকে ক্লিক করে ভেরিফাই করে নিন।
এখানে মজার বিষয় হলো আপনি রেজিস্ট্রেশন বোনাস হিসেবে ১০০পয়েন্ট=১০টাকা পাবেন।
প্রশ্ন এবং উত্তর দেওয়ার জন্য নির্ধারিত পয়েন্টঃ ১.১টি প্রশ্ন ৩পয়েন্ট ২.১টি উত্তর ৩পয়েন্ট ৩.১টি আপভোট ১পয়েন্ট ৪.১টি প্রশ্ন নির্বাচিত হলে ২পয়েন্ট?
প্রশ্ন ও উত্তর দেওয়ার জন্য কিছু নীতিমালাঃ ১.বাংলা ভাষায় লিখতে হবে ২.কপি পেস্ট মুক্ত হতে হবে ৩.১০টি প্রশ্ন করলে ১২/১৫টি উত্তর দিতে হবে ৪.নির্ধারিত ক্যাটাগরিতে প্রশ্ন করতে হবে ৫.ট্যাগ ব্যবহার করতে হবে।
এই নীতিমালা গুলো না মানলে পেমেন্ট পাবেন না
ইনকাম উত্তলোনের নিয়মঃ আপনার পয়েন্ট যখন ১০০০ হবে।তখন আপনি পেমেন্টের জন্য আবেদন করতে পারবেন। ১০০০পয়েন্ট=১০০টাকা পেমেন্ট নিতে পারবেন বিকাশ,নগদ,রকেট,শিওরক্যাশ একাউন্টে এবং রিচার্জে।
৭২ঘন্টার মধ্যে পেমেন্ট করা হয়,এভাবেই আপনি প্রশ্ন উত্তর দিয়ে আয় করতে পারবেন।
আমার আর্টিকেলে কোনো ভূল থাকলে বা বুঝতে অসুবিধা হলে কমেন্ট জানাবেন।আর আর্টিকেলটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ধন্যবাদ?
Nice
You must be logged in to post a comment.