মোবাইল দিয়ে কিভাবে টাকা আয় করা যায়? আমরা খুব সহজে মোবাইল দি আয় করতে পারি তার কিছু উপায় আজ আপনাদের মাঝে শেয়ার করবো।মোবাইল দিয়ে টাকা আয় করার মাধ্যম অনেক রয়েছে। আজকে আমরা সেগুল নিয়ে আলোচনা করবো।
মোবাইল দিয়ে টাকা আয় করার ৫ টি উপায় আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো। যেগুলো আপনাকে সত্যি অনলাইনে থেকে আয় করার সুযোগ করে দিবে।
লেখার শুরুতে বলে দিতে চাই। আমি আজ অনলাইনে ইনকাম করার যে মাধ্যম গুলো বলবো। সেগুলো ব্যবহার করে অনেকেই অনেক টাকা আয় করছে।তবে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে।
শুধু আপনার মাথা খাটিয়ে কাজ করতে হবে। মোবাইল দিয়ে টাকা আয় করার ৫ টি উপায়। ১ব্লগিং বা ওয়েব সাইটঃ আমরা হয়তো বা কেউ জানি না মোবাইল থেকে ব্লগ বা ওয়েব সাইট বানিয়ে আমরা মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারি।
আপনি এখনি অবশ্যই google এর blogger.com সাইটে গিয়ে এখনি একটা ফ্রি ব্লগ বানিয়ে নিতে পারেন। তারপর আপনার ব্লগ সাইটে আপনার পছন্দ মতো বিষয় নিয়ে লিখতে শুরু করে দিয়েন।
আপনারা হতো এটা ভাবছেন যে ব্লগ সাইটে মোবাইল দিয়ে লিখে টাকা ইনকাম করা অনেক কঠিন।
কিন্তু আপনারা কি জানেন আপনাদের ভাবনাটা ভুল। তায় আর দেরি না করে কাজ সুরু করে দিন। মোবাইল দিয়ে ব্লগ বানাতে আপনার মাত্র ৫মিনিট লাগবে।
তারপর নিয়মিত আপনার লেখা ব্লগ গুলো ব্লগে পোস্ট করতে থাকেন। যখন দেখবেন আপনার ব্লগে ভিজিটর আসা শুরু করেছে তখন গুগল এডসেন্স থেকে রেজিষ্ট্রেশন করে নেন।
গুগল এডসেন্স গুগলের একটা সাভি্স।আজ গুগল এডসেন্স ব্যবহার করে মানুষ এতো বেশি টাকা ইনকাম করছে তা আপনি কল্পনায় আনতে পারবেননা।
তাই আপনি যদি সত্যি ইনকাম করতে চান। তাহলে আর কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারছিনা বা নেই বলে বলে বসে থাকবেন না। বাংলাতে একটা কথা আছে ইচ্ছে থাকলে উপায় হয়।
2 youtube channel বানিয়ে ইনকামঃ youtube channel বানিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন।তার জন্য আপনাকে কিছু টা পরিশ্রম করতে হবে।
You must be logged in to post a comment.