ব্লগিং এর মাধ‍্যমে টাকা আয়। কিভাবে ব্লগিং এর মাধ্যমে টাকা আয় করা যায়।

আসসালামু  আলাইকুম.. আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ব্লগিং সম্পর্কে।। ব্লগিং হলো  মুক্তভাবে লেখার নাম।ব্লগিং মানে হলো আর্টিকেল বা কন্টেন্ট লিখে ব্লগে পোষ্ট করা। আর যে এই আর্টিকেল লিখে ব্লগে পোষ্ট করেন তাকে ব্লগার বলেন।

যেমন- আমি এই আর্টিকেল টা লিখেছি আমি একজন "ব্লগার" আর এই সম্পূর্ণ আর্টিকেল টা হলো "ব্লগ"। একটি ব্লগ শুরু করা তেমন কোন কঠিন কাজ নয়। এখন যে কেউ চাইলেই "blogger" বা "wordpress"  এ গিয়ে একটি ব্লগ তৈরি করতে পারবে। 

কিন্তু প্রথমবারের মতো ব্লগিং শুরু করতে চাইলে আপনার কিছু পথপ্রদর্শন এর প্রয়োজন হবে।

ব্লগিং শুরু করার জন‍্য যা যা প্রয়োজন:

  • ল‍্যাপটপ/ স্মার্ট ফোন/কম্পিউটার /  ট‍্যাব
  • ভালো ইন্টারনেট কানেকশন
  • ইমেইল একাউন্ট
  • বাংলায় লেখার জন‍্য সফটওয়্যার 
  • ব্লগিং একাউন্ট

ব্লগিং কিভাবে শুরু করবেন?

 প্রথমে, আপনি এমন একটি বিষয় নির্ধারণ করুন যেটার বিষয়ে  আপনার পর্যাপ্ত জ্ঞান আছে। ভালো জ্ঞান থাকলে পরবর্তীতে অনেক আর্টিকেল লিখতে পারবেন।দ্বিতীয়ত,  এমন একটি বিষয় নিয়ে ব্লগিং শুরু করুন যেটার উপর আপনার  আগ্রহ রয়েছে।

ব্লগিং করার জন‍্য নিচের এই দুটি বিষয়ের প্রতি আপনার লক্ষ্য রাখতে হবে-

  • profitability ( লাভজনকতা)
  •  Passionate & interest ( আগ্রহ & উৎসাহ)

Profitability ( লাভজনকতা)

যেই বিষয় বা যেটা নিয়ে আর্টিকেল লিখতে চান সেটা গুগুলে (Google ) লোকেরা কি পরিমাণে সার্চ দিয়ে থাকেন সেটার জ্ঞান থাকতে হবে। এবং আপনার নির্ধারিত আর্টিকেল বা কন্টেন্ট  এর মাধ‍্যমে কতটুকু আয় করা সম্ভব সেটা জেনে রাখুন বা দেখে রাখুন।

Passionate & Interest ( আগ্রহ  & উৎসাহ)

নিজের সিলেক্ট করা কন্টেন্ট বা আর্টিকেলের প্রতি আপনার আগ্রহ এবং  উৎসাহ থাকা খুবই জরুরি। কেননা, আপনার সিলেক্ট করা কন্টেন্ট  এর প্রতি আপনার আগ্রহ  এবং  উৎসাহ না  থাকলে আপনি সফল ব্লগার হতে পারবেন না।।

সবচেয়ে সেরা ও জনপ্রিয় দুটি " Online blogging platform" হলো-

  • Blogger 
  • Wordpress

আপনি অনলাইন ইনকাম এর জন‍্য word press ব‍্যবহার করতে পারেন। আরো অনেক platform  আছে চাইলে সেগুলোও আপনারা ব‍্যবহার করতে পারেন। 

ব্লগিং শুরু করার ধাপগুলো হলো

  1. সঠিক ডোমেইন নেম নির্বাচন।
  2. ভালো দেখে ওয়েব হোস্টিং ক্রয়।
  3. ব্লগ ডিজাইন করা।।
  4. আপনার পছন্দমতো কন্টেন্ট লিখে ব্লগ সাইটে/ ওয়েবসাইটে পাবলিশিং ( publishing )  এবং মার্কেটিং করা।
  5. ব্লগে গুগল ( Google ) এডসেন্স যুক্ত করা।

1) সঠিক ডোমেইন নেম( domain name)  নির্বাচন করা

ব্লগের জন‍্য আপনাকে প্রথমে একটি ডোমেইন নেম সিলেক্ট করতে হবে। ডোমেইন নেম হলো একটি   ওয়েবসাইট/ ব্লগের নাম।কিভাবে লোকেরা আপনার  ব্লগটি/ ওয়েবসাইটটি ইন্টারনেটে সার্চ করবে।

তার জন‍্য আপনাকে  ব্লগের/ ওয়েবসাইট এর একটি ইউনিক ডোমেইন নেম দিতে হবে। ডোমেইন নেম এবং  ওয়েব হোস্টিং ছাড়া  wordpress  ব‍্যবহার করা যায়না।

ভালো দেখে ওয়েব হোস্টিং ক্রয়

ওয়েব হোস্টিং ( web hosting )  হলো যেখানে আপনার  ওয়েবসাইটের/ ব্লগের  সব রকমের তথ‍্য, উপাও এবং ফাইল, ছবি সংরক্ষিত থাকবে।  এক কথায়, ওয়েব হোস্টিং  হচ্ছে আপনার ওয়েবসাইটের স্টোরেজ।

যেখানে আপনি আপনার ওয়েবসাইটের/ ব্লগের সমস্ত ফাইল সংরক্ষণ করে রাখতে পারবেন। আপনার ওয়েবসাইটটি সকলদের দেখার জন‍্য উপযোগী করাই ওয়েব হোস্টিং নামে পরিচিত।

বর্তমানে  অনেক ভালো হোস্টিং কোম্পানি আছে যারা  খুব স্বল্প মূল‍্যে  হোস্টিং বিক্রি করে। এইগুলো হলো - A2 hosting, hostinger,  digital ocean, bluehost.

ব্লগ ডিজাইন করা

ডোমেইন নেম এবং  হোস্টিং ব‍্যবহার করে আপনার ওয়েবসাইটটি / ব্লগটি  ডিজাইন করতে পারবেন। ইউটিউবে এই বিষয়ে  অনেক ভিডিও  আছে সেগুলো দেখে আপনি নিজেই ব্লগটি বা আপনার ওয়েবসাইটটি ডিজাইন করতে পারবেন।

তা নাহলে, যে কোন ওয়েব ডিজাইনার দিয়ে আপনার ব্লগ সাইটটি ডিজাইন করতে পারবেনা।

আপনার পছন্দমতো কন্টেন্ট লিখে ব্লগ সাইটে/ ওয়েবসাইটে পাবলিশিং ( publishing )  এবং মার্কেটিং করা।

কন্টেন্ট বা আর্টিকেল লিখে আপনার ওয়েবসাইটটিতে বা ব্লগটিতে পাবলিশ করতে হবে।  আপনার নিজের মতো সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে কন্টেন্ট লিখতে হবে।

মনে রাখতে হবে- কোন কিছু কোথাও থেকে কপি করে পোষ্ট করা যাবেনা। তাহলে আপনার একাউন্টটি ব্লক হয়ে যাবে সারাজীবনের জন‍্য।

ব্লগে গুগল ( Google ) এডসেন্স যুক্ত করা

ব্লগে গুগল এডসেন্স যুক্ত করার জন‍্য গুগল এডসেন্স আবেদন করতে হবে। তারপর সেটা আপনার ব্লগ সাইটে কানেক্ট করে সেখান থেকে ভিউ নিয়ে আয় করতে পারবেন।।

Blogger.com-এ একাউন্ট খোলার নিয়ম

  • blogger.com- এ যান। তারপর আপনার gmail একাউন্ট দিয়ে সাইন আপ( sign up)  করুন।
  • create new blog- এ ক্লিক করুন। 
  • ব্লগের টাইটেল/নাম  ও এড্রেস দিন। তারপর, একটি টেমপ্লেট সিলেক্ট করুন।
  •  Create blog-এ ক্লিক করুন। তারপর ব্লগ তৈরি করুন। 

আপনার ফ্রি ব্লগ তৈরি হয়ে গেলে ব্লগে পোষ্ট করুন।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles