অনলাইনে আর্টিকেল লিখে আয়ের বিভিন্ন মাধ্যম।

অনলাইনে ইনকামের কথা আমরা অনেকেই শুনেছি।  কিন্তু কিভাবে ইনকাম করতে হবে তা সবাই জানি না। আজ এই বিষয় নিয়ে কথা বলব।

বর্তমানে অনলাইনে আর্টিকেল লিখে আয়ের বিভিন্ন মাধ্যম রয়েছে যেখানে আপনি চাইলেই কিছু সময় ব্যয় করে ইনকাম করতে পারেন।

বর্তমানে অনলাইনে ইনকামের যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে জনপ্রিয় ও সহজ মাধ্যম হলো আর্টিকেল লিখে আয় করা।  আর্টিকেল লিখে প্রতিদিন ১৫০০ বা তার বেশি আয় করা সম্ভব।  

আপনি নিশ্চয়ই ভাবছেন আসলেই কি অনলাইন থেকে আয় করা সম্ভব।  হ্যাঁ সম্ভব। চলুন তাহলে আপনাদের সাথে অনলাইনে আর্টিকেল লিখে কিভাবে ইনকাম করতে হবে এবং কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে তা আলোচনা করি।

অনলাইনে আর্টিকেল লিখে আয়ের বিভিন্ন মাধ্যমগুলো এখানে আলোচনা করা হলোঃ

১. নিজের ব্লগে আর্টিকেল লিখে আয়।

২. বাংলা আর্টিকেল লিখে আয়। 

৩. বিভিন্ন ব্লগে পোস্ট লিখে আয়। 

৪. লিস্ট আর্টিকেল লিখে আয়। 

৫. কপি রাইটিং থেকে আয়। 

৬. আপনার লেখা আর্টিকেল বিক্রি করে আয়। 

নিজের ব্লগে আর্টিকেল লিখে আয়

আপনি যদি খুব ভালো লেখালেখি করতে পারেন তাহলে আপনার নিজের জন্য একটি ওয়েবসাইট বানিয়ে সেখানে ভালো ভালো আর্টিকেল লিখে পোস্ট করে আয় করতে পারেন।

বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে ভিজিটরকে আকৃষ্ট করে আপনার ওয়েবসাইটে আনতে পারেন।  যখন বেশি ভিজিটর আসবে তখন বিভিন্ন মাধ্যম অবলম্বন করে খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন। 

আপনি যখনই নিজের ব্লগে আর্টিকেল লিখে প্রকাশ করবেন সেই আর্টিকেল যতদিন ওয়েবসাইটে থাকবে ততোদিনে সেই আর্টিকেল থেকে আয় হতে থাকবে। 

বাংলা আর্টিকেল লিখে আয়ঃ

আর্টিকেল লিখতে হবে ভাবলেই অনেকেরই মাথায় ইংরেজি ভাষায় লেখার কথা আসে। কিন্তু বর্তমানে বাংলা ভাষায় আর্টিকেল লিখে আয় করা সম্ভব।  আর এই সুযোগ টা দিচ্ছে  জে-আইটি আর্নিং প্রোগ্রাম। 

জে-আইটি আর্নিং প্রোগ্রাম বাংলাদেশের একটি জনপ্রিয় টেক ব্লগ।  এখানে আর্টিকেল লিখে আয় করতে হলে লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে।

অনলাইন আয়, ব্লগিং বা ওয়েবসাইট ও ইউটিউব বিষয়ক টিপস ও টিউটোরিয়াল, সফটওয়্যার, মোবাইল প্রযুক্তি, বিজ্ঞান বিষয়ক কনটেন্ট, টিপস ও ট্রিক্স লিখে আয় করতে পারেন। 

বিভিন্ন ব্লগে পোস্ট লিখে আয়ঃ\

বেশ কিছু ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি চাইলেই আপনার ব্লগ পোস্ট সাবমিট করে প্রতি পোস্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণে টাকা আয় করতে পারেন।

নিচে কিছু সাইটের নাম দেওয়া হলো যেখানে আপনি ব্লগ পোস্ট সাবমিট করে আয় করতে পারেন। 

       ১। Funds for writers

       ২। writersweekly

       ৩।  Make a living writing 

লিস্ট আর্টিকেল লিখে আয়

আপনি চাইলে বিভিন্ন টপিকের উপর লিস্ট করে টাকা আয় করতে পারেন।  নিচে এই ধরনের কিছু সাইটের লিংক দেওয়া হলোঃ

     ১। listverse.com 

     ২।toptenz.ne

     ৩। crowdsource.com

¤ কপি রাইটিং থেকে আয়ঃ

অনলাইনে ইনকামের অন্যতম মাধ্যম হলো কপি রাইটিং।  কপি রাইটিং এর মধ্যে কয়েকটি ক্যাটাগরি রয়েছে যেমনঃ কয়েকটি আর্টিকেল থাকবে যেগুলো নিজের ভাষায় অনুবাদ করে লিখতে হবে বা আপনাকে স্ক্যান করা কিছু ফাইল দেওয়া হবে যেগুলো দেখে দেখে লিখতে হবে।

বর্তমানে ফ্রিল্যান্স, আপওয়ার্ক, ফাইভার  এর মতো মার্কেটপ্লেসে কপি রাইটিং কাজের অভাব নেই। আপনাকে শুধু বিট করে কাজ নিতে হবে যেটা খুবই কষ্টকর। 

আপনার নিজের ব্লগ বিক্রি করে আয়

আপনি চাইলেই বর্তমানে বিভিন্ন মার্কেটপ্লেসে আপনার লেখে আর্টিকেল গুলো বিক্রি করতে পারেন। তবে এক্ষেত্রে আপনাকে খুব ভালো মানের আর্টিকেল লিখতে হবে।

কারন বর্তমানে মার্কেটপ্লেসে প্রতিযোগিতা খুব বেশি।এরকম কিছু সাইট হলোঃ 

     1. hierwriter,

     2. fiverr. etc. 

এছাড়াও আরও অনেক আরও অনেক মাধ্যম রয়েছে অনলাইনে ইনকামঅনলাইনে ইনকাম এর এবং এ বিষয়ে আমাদের ব্লগে আরও লেখা রয়েছে। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles