অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ৪ টি ওয়েবসাইট

বর্তমান সময় এ আপনিও আপনার নিজের ফোন বা  ক্যামেরা দ্বারা  তোলা ছবি অনলাইন এ বিক্রি করে ইনকাম করতে পারেন ।

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

আজ আমি আপনাদের অনলাইনে এ ছবি বিক্রি  করার জন্য ৬ টি সেরা ওয়েবসাইট এর কথা বলব। আপনি চাইলে এই সব সাইট এ আপনার নিজের তোলা ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন ।

আজ আমরা এই আর্টিকেলে কিভাবে অনলাইনে মোবাইল বা ক্যামেরা দ্বারা তোলা ছবি বিক্রি করে ইনকাম করা যায় অর্থাৎ,অনলাইনে ছবি বিক্রি করে আয় করার  সেরা ওয়েবসাইট সমূহ  নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।

ছবি বিক্রি করে আয় কিভাবে করা যায় ?

আপনি অনেক সময় শুনে থাকবেন যে অনলাইন এ ছবি বিক্রি কররে আয় করা যায়। আপনি আপনার নিজের তুলা ছবি দিয়ে টাকা আয়  করতে পারেন। আপনার তোলা ছবি আপনি বিভিন্ন ধরনের ফটো সাইট এ বিক্রি করতে পারেন। 

অনলাইন এ অনেক মার্কেটপ্লেসে যেখানে ছবি বিক্রি করা যায়। আর আর আপনি সেখানে ছবি বিক্রি করে টাকা ইনকাম করতে পারবেন।

যখন কেউ আপনার আপলোডকৃত ছবি কিনবে তখন আপনি সেই ওয়েবসাইট থেকে নির্দিষ্ট পরিমাণের টাকা আয় করতে পারবেন।

আপনি চাইলে এভাবেই কিছু জনপ্রিয় স্টক ইমেজ ওয়েবসাইটগুলোতে আপনার ছবি আপলোড করে ইনকাম করতে পারেন।

ইমেজ ওয়েবসাইটে কিভাবে ছবি বিক্রি করবেন ?

আপনার মোট আয় নির্ভর করে প্রত্যেকটা ছবির ভিউ এর উপরে, আপনার প্রত্যেক ছবিতে যত বেশি হবে আপনি তো টাকা ইনকাম করতে পারবেন।

অনেক ভালো এবং পপুলার ওয়েবসাইট আপনাকে প্রত্যেক ছবির ভিউ এ প্রায়  $0.25 থেকে $0.35 এর মধ্যে টাকা দিবে। এভাবেই, অনেকেই ছবি আপলোড করে অনেক  ভালো পরিমানে অনলাইন টাকা আয় করতে পারবেন।

সেরা ৪ স্টক ইমেজ ওয়েবসাইট এর নাম (Image selling websites)

এখন আমরা আমদের আসল বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি আপনার নিজের ক্যামেরা মোবাইল ফোন দিয়ে ভালো ছবি তুলে ইনকাম করার চিন্তা করে থাকেন।

তাহলে নিচে দেওয়া স্টক ফটো সাইট গুলো আপনার জন্য এবং আপনি সেখানে আপনার ছবি গুলো বিক্রি করতে পারেন।

অনলাইনে ছবি বিক্রি করে আয় করার সেরা ৬ টি সাইট হলো – 

  • Adobe Stock 
  • Art Storefronts
  • SmugMug
  • Alamy

১। Adobe Stock 

এটি একটি অনেক নামকরা স্টকিংস শেয়ারের ওয়েবসাইট। এখানে আপনি আপনার আপনার ফোনে বা ক্যামেরায় তোলা ছবি সহজে আপলোড করে বিক্রি করতে পারবেন।

এই ওয়েবসাইট গুলোতে প্রত্যেকদিন বিভিন্ন দেশের ভিজিটর আসে ছবি কেনার জন্য। আর তাদের যদি আপনার ছবি গুলো পছন্দ হয় তাহলে  ছবি গুলো কিনতে পারে।

আর সে  ছবি কেনার  মাধ্যমে আপনি ঘরে বসে আয় করা একটি মাধ্যম খুঁজে পেতে পারেন। এখানে আপনি নিজের সবই খুব সহজেই বিক্রি করতে পারেন। এই সাইট গুলোতে একাউন্ট খুলার  জন্য আপনার কোন টাকার প্রয়োজন নেই।

আপনাকে  শুধু মাত্র , একটি ফ্রি একাউন্ট তৈরি করে নিতে হবে। তার পর আপনার  ছবি / ভিডিও গুলো আপলোড করে নিতে হবে।

টাকা আয় করার জন্য। ছবি / ভিডিও গুলো এক-বার আপলোড করা  হলেই আপনার কাজ শেষ, এখন আপনার ছবি / ভিডিও লোকেদের দ্বারা কেনা হবে।

আপনাকে ৩৩% কমিশন প্রত্যেক  ছবি / ভিডিও বিক্রিতে দেয়া হবে। আয় করা টাকা আপনি PayPal এর মাধমে তুলতে পারবেন ।

২। Art Storefronts 

Art Storefronts এর মাধমে আপনি টাকা আয় করতে পারেন । আপনি যদি  ভালো ছবি তুলেতে পারেন ,তাহলে আপনার জন্য এই সাইট অনেক উপকারি সাইট  হবে।

কারণ আপনি চাইলে এই  সাইট থেকে প্রচুর টাকা আয় করতে পারেন। এখানে আপনি যত বেশি ছবি/ ভিডিও আপলোড করবেন আপনার ইনকামও তত বাড়তে থাকবে। এর জন্য আপনাকে  নিয়মিত ছবি / ভিডিওআপলোড করতে হবে।

তাদের কাছে আপনি আর্ট প্রিন্ট হিসেবে তাদের ছবি বিক্রি করতে পারেন ।

৩। SmugMug

এই ওয়েবসাইটটি অনলাইন গ্যালারির মতো।এ সাইটটি বিশ্বের বৃহত্তম ছবি স্টকগুলোর মধ্যে একটি। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

এ ওয়েবসাইটের ৩টি  উদ্দেশ্য আছে যেমন – আপনার ছবি অনলাইনে বিক্রি করবেন।

তাদের ওয়েবসাইটটিকে আপনার ছবি দিয়ে আপনি  আরও আকর্ষণীয় করে তুলবেন।আপনি ছবি বিক্রি করে।

টাকা আয় করতে পারেবন। আয় করা টাকা আপনি PayPal এর মাধমে তুলতে পারবেন।

৪। Alamy

Alamy ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে খুব সহজেই  আপনি ছবি আপলোড করে টাকা আয় করতে পারবেন। এখানে আপনার প্রতিটি ছবি বিক্রি হলে  তার জন্য  আপনাকে ৪০-৫০% ইনকাম দেওয়া হবে।

এই ওয়েবসাইট এ  আপনার ইনকাম করা টাকা প্রতি মাসে একসাথে আপনাকে  দেওয়া হবে। আপনার আয় করা টাকা আপনাকে প্রতি মাস এর শেষ এ দেওয়া হবে। আর আপনার একাউন্ট   এ  $500 ইনকাম হবে

তখন আপনি ইনকাম  করা টাকা PayPal এর মাধমে তুলতে পারবেন। ছবি আপলোড করে অনলাইনে আয় করাটা  কতটা লাভজনক?

আমরা যখনই অনলাইনে আয় করার ব্যাপারটা শুনি তখনি খুশি হয়ে যায়। তবে আমাদের মনে রাখতে হবে অনলাইনে ছবি বিক্রি করার কাজটা সবার দ্বারা সম্ভব না।

কারণ, এখানে যারা ছবি কিনবে তারা আকর্ষণীয় এবং ছবির কোয়ালিটি ভালো এরকম ছবি কিনবে ।

তাহলে আমি শেষ এ  বলতে চাই ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে তাহলে আপনি এই সাইট গুলোতে  ছবি উপলোড করার মাধ্যমে অনলাইনে টাকা আয় করতে পারবেন।

 

 

 

 

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ