ডিজিটাল মার্কেটিং কি?

ডিজিটাল মার্কেকেটিং হচ্ছে আধুনিক ব্যবসা পদ্ধতি। এখন সেটা হতে পারে Social Media এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন এর অপ্টিমাইজেশন এর মাধ্যমে,আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।

আবার ইলেকট্রনিক মিডিয়া যেমন টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরনের ডিজিটাল মার্কেটিং।এছাড়া মোবাইলে ইন্সটান্ট মেসেঞ্জিং,ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাকেও ডিজিটাল মার্কেটিং বলে।

বুঝতেই পারছেন,আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যাবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার বিকল্প নেই।

ডিজিটাল মার্কেটিং এর ধাপ সমূহঃডিজিটাল মার্কেড়িং এর অনেকগুলো ধাপ আছে যেগুলো প্রয়োগ করে মূলত ডিজিটাল মার্কেটাররা বিভিন্ন প্লাটফর্মে ডিজিটাল মার্কেটিং করে থাকে।নিচের লিস্টে আপনি সব থেকে গুরুত্বপূর্ণ কতগুলো ধাপ সম্পর্কে জানতে পারবেন। 

১.SEO বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন

২.SEM বা সার্চ ইঞ্জিন মার্কেটিং

৩.কন্টেন্ট মারকেটিং

৪.Social Media Marketing

৫.এফিলিয়েট মারকেটিং

৬.ইমেইল মারকেটিং

৭.ই কমার্স প্রোডাক্ট মারকেটিং

৮.সিপিএ মারকেটিং।

ডিজিটাল মার্কেটিং কেন প্রয়োজন? 

বর্ততমান সময়ে ডিজিটাল মারকেটিং একটি অপরিহার্য অংশ। কারণ মানুষ এখন যেকোন পণ্য ক্রয় করার আগে ইন্টারনেট থেকে ঐ পণ্য সম্পর্কে জেনে বুঝে তারপর ক্রয় করে। তাছাড়া মানুষ এখন দোকানে ঘুরে ঘুরে না কিনে অনলাইন থেকেই বেশিরভাগ কেনাকাটা করে থাকে।

তাই আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার উচিত ডিজিটাল মারকেটিং এর মাধ্যমে নিজের ব্যাবসাকে মানুষের কাছে পৌছে দেওয়া।সমগ্র বিশ্বে মোট প্রায় 2 বিলিয়ন মানুষ Social Network ব্যবহার করে।মানুষ যত বেশি ইন্টারনেট ব্যবহার করবে তত বেশি মানুষের কাছে আপনি আপনার পণ্যের বিজ্ঞাপন প্রচার করতে পারবেন।

একটা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে ইউজার সার্ভে রিপোর্ট উল্লেখ করেছে প্রায় ৮৪% বিক্রেতা সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যাবহার করে ক্রেতার তথ্য সংগ্রহ করার জন্যে।আরও একটি সার্ভে রেজাল্ট জানায় সারা বিশ্বে ৫৫% মানুষ যেকোন পণ্য ক্রয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম এর উপর নির্ভরশীল।

ডিজিটাল মারকেটিং শিখে রাখা এখন সময়ের দাবী। অনেক সময় অনেক Experiment অনেক কিছু বোঝার মাধ্যমে আপনার নিজেকে ডিজিটাল মার্কেটিং এ দক্ষ করে তুলতে হবে।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles