কিভাবে নিজে ওয়েবসাইট বানানো শিখবেন বা ওয়েবসাইট তৈরি করবেন? নতুনদের জন্য সম্পূর্ণ টিউটরিয়াল।
ওয়েবসাইট তৈরি করতে আপনার কি কোনো প্রযুক্তিগত দক্ষতা জানা দরকার?
এটি আপনার ওয়েবসাইটের উদ্দেশ্যর উপর নির্ভর করে। সবচেয়ে জটিল পথ হল আপনি যদি নিজে ওয়েবসাইট তৈরি করতে বা শিখতে চান। তাহলে আপনাকে অবশ্য প্রযুক্তিগত দক্ষতা জানা দরকার। সেজন্য আপনাকে ওয়েবসাইট তৈরি করার জন্য বিভিন্ন ধরনের প্রাগ্রামিং ল্যাংগুয়েজ বা প্রাগ্রামিং ভাষা জানতে হবে। যেমনঃ (HTML) এইচটিএমএল,(CSS) সিএসএস, জাভাস্ক্রিপ্ট ( Javascript) এবং (PHP) পিএইচপি। এবং এগুলোর কোড করা শিখতে হবে।
কিন্তু এটি একটি ওয়েবসাইট তৈরির করার একমাত্র উপায় না ও হতে পারে। আপনার প্রযুক্তিগত দক্ষতা ছাড়াও আপনি নিজের নামে ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
কিন্তু কিভাবে?
আপনি হয়তো জানেন যে আজকাল অনেক আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং কাজ করার মত অনেক মার্কেটিংপ্লেস রয়েছে। যেমন : ফ্রিলান্সার.কম, ফাইভার.কম, যেখান থেকে আপনি সহজেই কাউকে ভাড়া করে নিয়ে আপনি নিজের নামে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
তাছাড়া আজকাল বাংলাদেশে এসব প্রোগ্রাম শিখানোর জন্য অনেক সেন্টার রয়েছে যেখান থেকে আপনি শিখতে পারবেন, চাইলে অনলাইনে ও শিখতে পারবেন, এমনটা বেশিরভাগ মানুষই করছে। কিন্তু আপনি চাইলে এই কোডিং প্রোগ্রামগুলো নিজে নিজেই অনলাইনে শিখতে পারবেন ফ্রিতে কোনো টাকা না দিয়ে এমন অনেক ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে।
ফ্রিতে ওয়েব প্রোগ্রাম শিখার সাইট⬇
এমন অনেক ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে যেখানে আপনি ফ্রিতে HTML, CSS, PHP, javascript এর মত ওয়েবসাইট বানানোর প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো শিখতে পারবেন।
যেমনঃ w3school, khan Academy, Codecademy, MIT OpenCourseware, Coursera,Mozilla Developer Network, এর মত আরো অনেক ওয়েবসাইটে আপনি এগুলো শিখতে পারবেন।
আপনি অ্যাপের মাধ্যমে ও চাইলে শিখতে পারবেন, এমন অনেক বাংলা ভাষায় অ্যাপ রয়েছে। তবে ইংরেজি বুঝতে পারলে, ইংরেজি অ্যাপে কিন্তু আপনি কোডসহ নিজে প্রেক্টিস করতে পারবেন। যএগুলো প্লে স্টোরে সার্চ করলেই পাবেন। তবে আমার জানা মত
Codeliver এর এমন অনেক ভালো অ্যাপ রয়েছে যেগুলো সার্চ করলে পাবেন। অ্যাপ গুলোর নাম
1. learn HTHL
2. learn CSS
3. learn javascript.
এই তিনটাই প্রকাশ করা হয়েছে বাকি অ্যাপ গুলো মনে হয় পরবর্তীতে প্রকাশ করা হবে।
এগুলো শিখে ওয়েবসাইট তৈরি করলেই যে আপনার কাজ শেষ তা নয়। ওয়েবসাইট পুরোপুরি চালু করতে হলে আর কিছু জিনিস আপনাকে জানতে হবে। যেমনঃ আপনার ওয়েবসাইটের ডোমেইন নেইম রেজিষ্ট্রেশন করা, অনলাইনে ওয়েবসাইট হোস্ট করা, বিভিন্ন সার্চ ইঞ্জিন এর সাথে আপনার ওয়েবসাইট যুক্ত করা ইত্যাদি।
ওয়েবসাইট কোডিং এর জন্য কিছু ফ্রি অ্যাপ।
1. Atom
2. Notepad ++
3. Sublime Text
4. Visual Studio Code
তাছাড়া আরো অনেক কিছু ফ্রি অ্যাপ বা টুলস রয়েছে যেগুলো দিয়ে আপনি কোডিং করে আপনার ওয়েবসাইট বানাতে পারবেন।
(Domain Name) ডোমেইন নেইম কি?
ডোমেইন নেইম হল আপনার ওয়েবসাইট এর ঠিকানা। ধরেন কেউ যদি আপনার অফিসে যেতে চায়, তাহলে তাকে ঐ প্রতিষ্ঠানের ঠিকানা জানতে হবে। ওয়েবসাইটের ক্ষেত্রে এই ঠিকানাটাকেই ডোমেইন নেইম বলে। (ডট বাংলা). bangla হচ্ছে বিশ্বব্যাপি বাংলা ভাষার ওয়েবসাইট।
তাই আপনার ওয়েবসাইটের নাম লিখে যেন সবাই আপনার সাইটে ঢুকতে পারে সেজন্য আগে আপনাকে
ডোমেইন নেইম রেজিষ্ট্রেশন করতে হবে। যেমনঃ www.Banagladesh.com.bd.com
jit.com.bd এগুলোই হল ডোমেইন নেইম।
(Web hosting) ওয়েবসাইট হোস্টিং কি?
ওয়েবসাইট হোস্টিং হল : আপনি যে ওয়েবসাইট বানালেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের যেসব ফাইলগুলো রয়েছে, সেগুলো কোনো সার্ভারে রাখা। ঐ সার্ভারের মাধ্যমে আপনার ওয়েবসাইট সবাই দেখতে পারবে।
হোস্টিং করা না হলে আপনার ওয়েবসাইট পাবলিশ করতে পারবে না। এজন্য হোস্টিং ওয়েবসাইট পাবলিশিং এর গুরুত্বপূর্ণ ধাপ বলা হয়। হোস্টিং কয়েক ধরনের হতে পারে। যেমনঃ ফ্রি হোস্টিং, শেয়ায়ারড হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং, ইত্যাদি।
তার পরের ধাপ হল ;আপনার ওয়েবসাইট বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করা। যেমন: google, yahoo, bing, pipilika. ইত্যাদি।
ওয়েবসাইট হোস্টিং এর জন্য কিছু ফ্রী ওয়েবসাইট।
1. WordPress.com
ওয়ার্ডপ্রেস.কম একটি জনপ্রিয় ফ্রি হোস্টিং প্ল্যাটফর্ম যা ওয়ার্ডপ্রেসের একটি অনন্য সুযোগ প্রদান করে।
WordPress.com বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং পরিকল্পনা প্রদান করে। যেটি 3 জিবি স্টোরেজ এবং আপনার ওয়েবসাইটের জন্য বিনামূল্যে টেমপ্লেটগুলিতে অ্যাক্সেস দেয়। একটি কাস্টম ডোমেন নাম ব্যবহার করতে এবং অতিরিক্ত বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে তাদের প্রদত্ত পরিকল্পনাগুলিতে আপগ্রেড করতে পারবেন।
2. উইক্স Wix
Wix আরেকটি সম্পূর্ণ হোস্ট করার ওয়েবসাইট নির্মাতা যা বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং অফার করে।বেশিরভাগ ফ্রি হোস্টিং পরিষেবার মতো, Wix.com সাবডোমেন, ওয়েবসাইট টেমপ্লেটগুলিতে অ্যাক্সেস, এবং 500 এমবি স্টোরেজ এবং 500 এমবি ব্যান্ডউইথ দেবে।
3. Weebly
Weebly হল আরেকটি জনপ্রিয় ফ্রি হোস্টিং ওয়েবসাইট।
তাদের বিনামূল্যে পরিকল্পনার মধ্যে রয়েছে একটি উইবলি সাবডোমেন, 500 এমবি স্টোরেজ এবং উইবলি বিজ্ঞাপন প্রদর্শন করা।
3. GoDaddy
GoDaddy বিশ্বের বৃহত্তম ডোমেইন নেইম নিবন্ধক এবং একটি জনপ্রিয় হোস্টিং কোম্পানি।
4. Squarespace স্কয়ারস্পেস
স্কয়ারস্পেস একটি জনপ্রিয় ওয়েবসাইট নির্মাতা প্ল্যাটফর্ম যার জন্য কোন প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই।
5. Google cloud hosting, গুগল ক্লাউড হোস্টিং।
গুগল ছোট ব্যবসা এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের বিনামূল্যে ওয়েবসাইট হোস্টিং সমাধান সরবরাহ করে।
6.AWS, অ্যামাজন ওয়েব সার্ভিস.
কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করবেন: শুরু করার জন্য 5 টি ধাপ।
বেশিরভাগ ওয়েবসাইট প্রকল্পগুলোই এই ধাপগুলির মধ্য দিয়ে যায়: তাই চলুন ধাপগুলি আগে জেনে নেই।
1. আপনার ওয়েবসাইটের কাঠামো এবং বিষয়বস্তুর জন্য একটি পরিকল্পনা করতে হবে ।
2. একটি ডোমেইন নাম নিবন্ধন করতে হবে । যেমন : -www. mysite.com
3. আপনার সাইট তৈরি করতে একটি ওয়েবসাইট নির্মাতা বা আপনার সাইট ইন্টারনেটের মাধ্যমে সংযুক্ত করার জন্য হোস্টিং প্রদানকারী প্রতিষ্ঠান খুঁজতে হবে ।
4. সার্চ ইঞ্জিনের সাথে আপনার সাইট যোগ করার জন্য অপটিমাইজ করতে হবে ।
5. অবশেষে আপনার ওয়েবসাইট চালু করুন করতে হবে ।
You must be logged in to post a comment.