বর্তমানে গুগলের ট্রেন্ডিং বিষয় হলো অনলাইন আয়, আর্টিকেল লিখে আয়, ব্লগিং করে আয় সহ নানা ভাবে তারা প্রচুর সার্চ করে থাকে এই বিষয়ে। অনলাইনে আয় করার জন্য হাজার হাজার উপায় রয়েছে। আপনি যদি ঘরে বসে কিছু সময় ব্যয় করে ব্লগিং, কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং করেন তাহলে আপনি মাস শেষে অনায়াসে খুব ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন ।
আজকে আমি আপনাদের সাথে দুটি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনারা আর্টিকেল লিখে খুব ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন ।ছাত্র, শিক্ষক, গৃহিণী সহ যেকোন পেশার মানুষ এই ব্লগিং ক্যারিয়ারে যুক্ত হতে পারেন। প্রয়োজন শুধু একটু দক্ষতার, কারণ দক্ষতা না থাকলে আপনি এই ক্যারিয়ারে টিকে থাকতে পারবেন না।
এবার আসি মূল আলোচনায়।
১.সাইন্স টকিজ
এটি একটি বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন সাইট। এখানে আপনি বিজ্ঞান চর্চা করতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সমস্ত আপডেট তথ্য এখানে পাওয়া যায়।
আপনি যদি এখানে লিখতে চান তাহলে -
আপনাকে প্রথমে এর ওয়েবসাইট
প্রবেশ করতে হবে। তারপর সেখান থেকে ফ্রি রেজিস্ট্রেশন
করতে হবে। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনি সেখান থেকে আর্টিকেল লিখে আয় করা শুরু করতে পারেন।
২.ডিজিবাংলা ডট কম
আপনার যদি আসলেই বাংলায় আর্টিকেল লিখে আয় করার কথা ভেবে থাকেন তাহলে আপনি ডিজিবাংলা ডট কম
থেকে মাসে হাজার হাজার টাকা আয় করতে পারবেন । আপনি স্টুডেন্ট, গৃহিণী, বেকার যে যাই হোন না কেন আপনি চাইলে এই সাইটে
বাংলায় লিখে আয় করতে পারবেন ।এই সাইটিতে আপনি যেকোন ধরনের আর্টিকেল কন্টেন্ট, সংবাদ, গল্প, কবিতা, প্রবন্ধ, অনুবাদ ইত্যাদি লিখে আয় করতে পারবেন খুব সহজেই।
প্রথমে আপনি এই লিংকে
ক্লিক করুন। তারপর আর কি, রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করুন। প্রথমে আপনার আবেদন পেন্ডিং এ থাকবে। পরে যখন আপনার আবেদন এপ্রুভ করা হবে, তখন আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। এরপর আপনি আর্টিকেল পাবলিশ করে আনলিমিটেড ইনকাম করতে পারবেন ।
পরিশেষে আপনাকে বলব-
আপনার যদি আর্টিকেল লিখে আয় করার চিন্তাভাবনা থেকে থাকে, তাহলে উপরের দুটি ওয়েবসাইট আপনার জন্য বেস্ট।
এখন অনেকেই কন্টেন্ট রাইটিং কে নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে। এখানে কাজ করতে হলে আপনার অবশ্যই কিছু দক্ষতার প্রয়োজন হবে।
আমার এই আর্টিকেলটি তখনই স্বার্থক হবে যখন এটি আপনাদের কাজে আসবে। লেখাটি পড়ে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।
You must be logged in to post a comment.