ক্যাপচা টাইপ করে কি আসলেই ১০ ডলার আয় করা সম্ভব প্রতিদিন?

আমরা প্রায় সকলেই জানি, অনলাইনে ক্যাপচা নামক একটা কাজ রয়েছে।  এই ক্যাপচা করে অনেকে অনেক টাকাও আয় করে।  তবে এটা কি আসলেই সম্ভব।  বা কেউ কি ক্যাপচা করে প্রতিদিন ১০ ডালেরর মতো আয় করতে সক্ষম?  আজ আমরা এই পোস্টে এর বিস্তারিত জানাবো।

ক্যাপচা টাইপ করে কি আসলেই ১০ ডলার আয় করা সম্ভব প্রতিদিন?

আমরা প্রায় সকলেই জানি, অনলাইনে ক্যাপচা নামক একটা কাজ রয়েছে। এই ক্যাপচা করে অনেকে অনেক টাকাও আয় করে। তবে এটা কি আসলেই সম্ভব। বা কেউ কি ক্যাপচা করে প্রতিদিন ১০ ডালেরর মতো আয় করতে সক্ষম? আজ আমরা এই পোস্টে এর বিস্তারিত জানাবো।

আশা করি এই পোস্টটি শেয়ার করে আমাদের আরো ভালো কিছু উপহার দেওয়ার উৎসাহ দিবেন।আর আমাকে ফলো করে রাখলে আশা করি সবসময়ই ভালো কিছু পাবেন।

ক্যাপচা আসলে কি?

যারা একদম ই নতুন, জানেনই না যে ক্যাপচা আসলে কি? তাদের জন্য সংক্ষিপ্তভাবে ক্যাপচার বর্ননা দিচ্ছি। 

আমরা জানি, অনলাইন বা ইন্টারনেটে মানুষের পাশাপাশি অনেক কম্পানি রোবোট বা বিভিন্ন সফটওয়্যারের দ্বারা তাদের কাজ করায়।

সে ক্ষেত্রে অনেক বড় বড় কম্পানি ক্ষতিগ্রহস্ত হয়। বা বেশি লাভ করতে পারে না।

উদাহরণ হিসেবে, ইউটিউবে ভিডিও আপলোড করে ইনকাম করা যায়। কিন্তু সেখানকার ইনকামটা তো বিভিন্ন কম্পানি তাদের বিঞ্জাপন দেখায় আর তারা ওই ইউটিবারদের টাকা দিয়ে থাকেন।

তবে এখানে যদি আমরা সারাদিন রোবট বা কোন সফটওয়্যার ব্যবহার করে ভিডিও চালিয়ে রাখি, তাহলে সেই রোবটকে কে বিঞ্জাপন দেখাবে, আর দেখালেই বা কি লাভ।

আর ক্যাপচা রোবট বুঝতে পারে না। তাই এই পদ্ধতি ব্যবহার করে রোবট আর মানুষ যাচাই করে। তবে ক্যাপচা টাইব করতে অনেক সময় নষ্ট হয়, আবার অনেকে এটা বরিং লাগে, আবার রোবটের ক্যাপচা সলভ করার জন্যা তারা কিছু টাকা দিয়ে বিভিন্ন লোক দিয়ে করিয়ে থাকে।

ক্যাপচা থেকে কত টাকা আয় করা যায়

একটা সময় ছিল, যখন অনেক মানুষ ক্যাপচার সাইটগুলোতে কাজ করতো। কিন্তু দিন দিন টাকার মূল্য কমে যাওয়ায় এতো কম টাকায় কেউই কাজ করতে চায় না।

তবে ক্যাপচা করে প্রতিদিন ৩-৪ ডলায় আয় করা যায়। যা বাংলাদেশের প্রায় ৪০০ টাকার মতো।

আর ৪-৫ ডলার আয় করতো প্রায় ৬-৭ ঘন্টা সময় লাগে। কিন্তু এতো সময় ধর্য করে কাজ করতে না পারায় এটা অনেকেই খারাপ মনে করেন।

তার পরেও কিন্তু অনেক মানুষ ক্যাপচার সাইটগুলোতে কাজ করে। তারা অনেক টাকাই এই সাইট গুলো থেকে আয় করে।

কিভাবে ক্যাপচা থেকে ইনকাম বাড়ানো যায়।

অনলাইন হচ্ছে একটা টেকনিক্যাল দুনিয়া। এখানে টেকনিক জানা থাকলেই আপনি সফল। তাই আজ আপনাদের কিছু ট্যাকনিক শেখাবো, যা ফলো করে অতি অল্প সময়ে বেশি টাকা আয় করতে পারেন।

প্রথমমত আপনাকে ভালো কোন ক্যাপচার সাইট খুজে নিতে হবে। তার পরে সেটার ক্যাপচা বেশি রেট কখন থাকে সেই বিষয় জানতে হবে।

তার পরে সেখানে একটা একাউন্ট করবেন, আর সেই একাউন্টের রেফার থেকে অন্য আরো একটি একাউন্ট করবেন। 

যেহেতু ক্যাপচা সাইটে একাধিক একাউন্ট থাকলেও কোন সমস্যা হয় না। তাই ২টা একাউন্ট করবেন। 

এর ফলে আপনি রেফার লিংক থেকে জয়েন করা একাউন্টে কাজ করবেন, তাতে ওই কাজের ১০% এর মতোন আপনার আসল একাউন্টে জমা হবে। তাতে ১০$ এর কাজ করলেই কিন্তু প্রায় ১$ বেশি পাবেন।

ক্যাপচার জন্য ভালো সাইট কোনটি

ক্যাপচার জন্য অনলাইনে অনেক সাইট রয়েছে। তবে তার মধ্যে অন্যতম ক্যাপচা টাইপার্স, ২ক্যাপচা, মেগা টাইপার্স, ক্যাপচা বোট ইত্যাদি। 

২ক্যাপচায় ই অনেক বেশি মানুষ কাজ করে। তবে ইদানীং ২ক্যাপচায় অনেক সমস্যা দেখা যাচ্ছে। রি ক্যাপচা আসে না, আবার অনেক সময় নিচ্ছে লোডিং এ।

তাই আমার মতে ক্যাপচা টাইপার্স ই ভালো হবে। আমিও ক্যাপচা টাইপার্সে ই কাজ করি।

আর ক্যাপচা টাইপার্স এ ভিপিএন ব্যবহার করলে অনেক দ্রুত ক্যাপচা আসে। আর ভিপিএন ছাড়াও ভালো।

তবে ক্যাপচা টাইপার্স এ অবশ্যই সকল একাউন্টেই কম বেশি কাজ করতে হবে। শুশু রেফার একাউন্টে কাজ করলে আসল একাউন্ট থেকে টাকা বের করতে পারবেন না।

তাই কম করে কাজ করবেন আসল একাউন্টে।

ক্যাপচা টাইপার্স এর অনেক ফেইক সাইট আছে। তাই আসল সাইটের লিংক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 

ধন্যবাদ সবাইকে। দয়া করে শেয়ার দিবেন। আর ফলো করে রাখুন।

Captcha taypers orginal site link: http://worker.captchatypers.com/Forms/register2.aspx?affcode=AR1730908

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles