আমরা সবাই প্রতি দিন কমবেশি সোসাল মিডিয়া সময় ব্যয় করে থাকি। ফেজবুক,ইইনস্টাগ্রাম, টুইটারে, প্রতদিন অনেক সময় ব্যয় করি,শুধু মাত্র বিনোদনের জন্য।
অনেকে সুন্দর সুন্দর পোস্ট করে থাকেন। পোস্ট গুলো পরলে তাদের লেখার মান সম্পর্কে অনুমান করা যায়।
ভালো কোন প্লাটফর্ম পেলে তারাও হয়ে উঠতে পারে একজন প্রফেশনাল রাইটার। লেখনির মাধ্যমে বিনোদনের পাশাপাশি টাকা উপার্জন করতে পারবেন।
আজ এমন কিছু প্লাটফর্ম বা ওয়েব সাইট আপনাদের সাথে শেয়ার করবো।
আমাদের বাংলাদেশের কতক গুলো ওয়েব সাইট আছে যেখানে আরটিকেল লিখে নিশ্চিত টাকা উপার্জন করা যায়। সাইট গুলো দিরঘ্য দিন ধরে বিশস্ততার সাথে তাদের কারজ্য ক্রম পরিচালনা করে আসছে।
এই সাইট গুলো তে আপনি আপনার আরটিকেল পোস্ট করে নিশ্চিত টাকা উপার্জন করতে পারবেন।
এমন বিশস্ত ও জনপ্রিয় কয়েকটি সাইট সম্পর্কে জানি চলুন।
১। টেকটিউনস
২। সিনিয়র বিডি
৩। ইনকাম টিউনস
৪। জে আইটি
৫। অরডিনারি আইটি
৬। প্রতি বরতন
এখানে আপনি যেকোন টপিক নিয়ে লিখতে পারবেন। এখানে আর্টিকেল শেয়ার করার পাশাপাশি ভিডিও আপলোড করে ‘ভিডিও টিউন’, অডিও আপলোড করে ‘অডিও টিউন’,
লিংক শেয়ার করে ‘লিংক টিউন’, স্ট্যাটাস আপলোড করে স্ট্যাটস টিউন ও ফটো শেয়ার করে ‘ফটো টিউন’ প্রকাশ করা যায়।
আর্টিকেল লিখে আয় করার পাশাপাশি আপনি আপনার নিজের ইউটিউব চ্যানেল প্রমোট করার সুযোগ পাবেন।
আরটিকেল এর মান অনুযায়ী আপনাকে পেমেন্ট করা হবে, আরটিকেল গুলো হতে হবে কপি মুক্ত এবং সম্পুর্ন আপনার নিজের। তানা হলে আপনার আরটিকেল প্রকাশ করা হবে না।
আপনার আরটিকেল প্রকাশিত হলে আপনার ইনকাম শুরু হবে। আরটিকেল এর মান অনুযায়ী ১০ টাকা থেকে শুরু করে ৫০০ টাকা প্রজন্ত পেমেন্ট দিয়ে থাকে। আপনি বিকাশ, রকেট বা নগদ এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
You must be logged in to post a comment.