কিভাবে বাংলা আর্টিকেল লিখে আয় করবেন। পেমেন্ট: মোবাইল রিচার্জ ,বিকাশ ,নগদ , রকেট , শিওর ক্যাশ পে টি ম ।

আজ আমি যে ওয়েবসাইট এর  কথা বলবো তা হল যে   জে   আইটি আর্নিং প্রোগ্রাম ।  আপনি যে যে আর্টিকেল টি পড়ছেন  সেটাও জে  আইটি আর্নিং প্রোগ্রামে পড়ছেন।  তো শুরু করা যাক ! 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

কিভাবে কিভাবে টাকা আয় করা সম্ভব: 

১।  আর্টিকেল প্রকাশ হতেই আপনি ১০ থেকে ১০০   টাকা পর্যন্ত পেয়ে যাবেন।  

২। আপনার আর্টিকেল প্রকাশ হওয়ার পর যত ইউনিক ভিউস হবে তত আয়। প্রত্যেক ইউনিক ভিউস এ পাবেন আপনি। ০.৪০ টাকা অর্থাৎ আপনার আর্টিকেলে  যদি মাত্র ১০০০ ইউনিক ভিউস হয় তাহলে আপনি পাবেন ৪০০ টাকা। 

৩। এ ছাড়া আপনি  রেফারেল এর   মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন।  আপনার রেফার এর মাধ্যমে কেউ যদি একাউন্ট খুলে তাহলে  রেফারেল মেম্বার এর ২০% টাকা কমিশন পাবেন।  তাই  বেশি আয় করতে আজি রেফারেল বাড়ান। 

পেমেন্ট পদ্ধতি :

১) মোবাইল রিচার্জ সর্বনিম্ন  ২০ টাকা 

২) বিকাশ সর্বনিম্ন  ১০০ টাকা 

৩) রকেট  সর্বনিম্ন  ১০০ টাকা 

৪) নগদ  সর্বনিম্ন  ১০০ টাকা 

৫) শিওর ক্যাশ  সর্বনিম্ন  ১০০ টাকা 

৬) পে টি ম সর্বনিম্ন  ৫০০ টাকা

পেমেন্ট পদ্ধতি গুলো আমারও খুব ভালো লেগেছে।  এমন অনেক কম ওয়েবসাইট আসে  যারা  ১০০ টাকা হলে বিকাশ , নগদ  অথবা রকেট আর মাধ্যমে টাকা দেয়।  বর্তমানে এটি একটি খুবই একটি বিশ্বস্ত একটি ওয়েবসাইট যারা নিয়মিত পেমেন্ট  করে। 

                                কিভাবে শুরু করবেন 

প্রথমে এখানে  ক্লিক করুন  এবং  ডানপাশে উপরে  রেজিস্টার বাটনে ক্লিক করুন। রেজিস্টার করার জন্য  প্রথমে "আপনার নাম এবং ইউসার নাম ,ইমেইল এডড্রেস , একটা পাসওয়ার্ড ও  কনফার্ম পাসওয়ার্ড " পূরণ করতে হবে।    আপনি চাইলে  গুগল একাউন্ট  অথবা ফেইসবুক একাউন্ট দিয়ে রেজিস্টার করতে পারেন। এর পর আপনাকে মেম্বারের ড্যাশবোর্ডে নিয়ে আসবে যদি গুগল অথবা ফেইসবুক একাউন্ট দিয়ে রেজিস্টার করেন তাহলে ইউসারনাম  পরে দিতে হবে ।(রেজিস্টার করার পরে )   

আর্টিকেল প্রকাশ হতে কি কি প্রয়োজন 

* আর্টিকেল কোনো ওয়েবসাইট থেকে কপি করলে হবে না।  

* ১০০%  ইউনিক  হতে হবে (কোনো কপিরাইট থাকলে  হবে না )

* আর্টিকেল বাংলায় লিখতে হবে 

* আর্টিকেলে কমপক্ষে ৫০০ ওয়ার্ড এ লিখতে হবে 

* একটি উনিক ইমেজ দিতে হবে। ( সরাসরি গুগল অথবা অন্য 

   কোনো জায়গা  থেকে ডাউনলোড করে দেওয়া যাবে না।  )

আর্টিকেল লেখার নিয়ম 

একটি আর্টিকেল লেখার জন্য প্রথমে  আপনি অ্যাড আর্টিকেল (add articles) এ ক্লিক করুন  . প্রথমে আপনি আপনার আর্টিকেলের টাইটেল দিন,  তারপর ক্যাটাগরি সিলেক্ট করুন (ক্যাটাগরি মানে আপনি যে বিষয়ে লেখবেন )। এরপর সামারি ( মানে আপনি যে  বিষয়ে আর্টিকেল লিখবেন তার সংক্ষিপ্ত বর্ণনা। )তারপর কনটেন্ট (content)

 কনটেন্ট  মানে আপনি যে বিষয়ে লিখবেন তার বিস্তারিত বর্ণনা । এমন বিষয়ে লিখতে হবে যে বিষয়ে মানুষের আগ্রহ আছে ।  আগ্রহ নাই এমন বিষয় লিখলে জে আইটি আর্নিং প্রোগ্রামের অ্যাডমিন আপনার লেখা প্রকাশ করবে না। তাই চাহিদা সম্পন্ন আর্টিকেল লিখতে হবে । 

আপনি বিভিন্ন বিষয়ে লিখতে পারেন যেমন : 

১) ইউটিউব

২) ব্লগিং

৩) অনলাইন আয় 

৪) সোশ্যাল মিডিয়া মার্কেটিং

৫) ইন্টারনেট অফার

৬) সিম কার্ড অফার 

৭) বিভিন্ন ধরণের ওয়েবসাইট এবং ব্লগ 

৮) ফ্রিল্যান্সিং 

৯) টেকনোলজি 

১০) কম্পিউটার এবং মোবাইল,  ইত্যাদি 

এরপর একটি  ছবি আপলোড করুন।  ছবি ইউনিক হতে হবে।  সরাসরি গুগল অন্য কোনো জায়গা থেকে আপলোড করলে  হবে না।  ছবির জন্য আপনার কষ্ট করে লেখা এপ্প্রুভ নাও হতে পারে। তাই একটি  ইউনিক ছবি আপলোড করতে হবে। 

ছবি এডিট করার জন্য আপনি এডোবি ফটোশপ অথবা অন্য কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারে,তাছাড়া আপনি অনলাইন ফটো  এডিটর টুল  ব্যাবহার করতে পারেন।তারপর  মেসেজ ফর রিভিউয়ার  (Message to the Reviewer),মেসেজ ফর রিভিউয়ার মানে আপনি আপনার আর্টিকেল সম্পর্কে যা বলতে চাচ্ছেন তার একটি সংক্ষিপ্ত  বর্ণনা। 

সব কিছু কমপ্লিট করার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার ৪৮ ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন  যাতে আপনি  ( সাধারণত ১২ থেকে ২৪ ঘন্টার মধ্যে রেজাল্ট পেতে পারেন।)

আর্টিকেল প্রকাশ হতে কি কি প্রয়োজন 

* আর্টিকেল কোনো ওয়েবসাইট থেকে কপি করলে হবে না।  

* ১০০%  ইউনিক  হতে হবে (কোনো কপিরাইট থাকলে  হবে না )

* আর্টিকেল বাংলায় লিখতে হবে 

* আর্টিকেলে কমপক্ষে ৪০০ ওয়ার্ড এ লিখতে হবে 

* একটি উনিক ইমেজ দিতে হবে। সরাসরি গুগল অথবা অন্য কোনো জায়গা  থেকে ডাউনলোড করে দেওয়া যাবে না।  

তো আজকে এই পর্যন্তই আসা করি সবাই আমার এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়েছেন ।  আজকে এই পর্যন্ত।  ধন্যবাদ

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ