আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?কিভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়?

Amazon affiliate marketning:- বর্তমানে আমারা সবাই জানি এফিলিয়েট মার্কেটিং কি।এবং কেন এফিলিয়েট মার্কেটিং করা হয় আশা করি সেই বিষয়ে ও কমবেশি সকলের ধারনা রয়েছে। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

বর্তমানে অনলাইন ইনকাম এর যত গুলো মাধ্যম রয়েছে এফিলিয়েট মার্কেটিং তার মধ্যে অন্যতম। আর এখন এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব। 

আমাদের দেশেও এমন অনেকেই আছেন যারা ঘরে বসে শুধুমাত্র এফিলিয়েট মার্কেটিং করে প্রতিমাসে অনলাইন থেকে হাজার হাজার $ডলার ইনকাম করছেন।

আর বর্তমানে এফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে জনপ্রিয় একটি প্ল্যার্টফম হচ্ছে Amazon.। অনেকেই এফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রথমেই Amazon কে বেচে নেন। কারন Amazon affiliate marketing করে প্রচুর টাকা ইনকাম করা যায়। 

আজকের এই পোষ্টে আমি আমাজন এফিলিয়েট মার্কেটিং সর্ম্পকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। 

এই পোষ্ট পড়ে আপনারা জানতে পারবেন আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?কিভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়? 

Table of content :-

১/আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?(what is Amazon affiliate maketing?)

২/ আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা সমূহ। 

৩/ আমাজন এফিলিয়েট মার্কেটিং এর অসুবিধা সমূহ। 

৪/ কিভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করা যায়? 

১/আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?(what is Amazon affiliate maketing?)

আমাজন এফিলিয়েট মার্কেটিং হচ্ছে ; Amazon associates programme ব্যবহার করে বিক্রি করা।

আর এটি হচ্ছে আমাজন এর একটি সরাসরি এফিলিয়েট মার্কেটিং প্রোগ্রাম যার মাধ্যমে যে কেউ affiliate account তৈরি করে amazon এর পণ্য গুলোর প্রচার করে খুব সহজে বিক্রি করতে পারেন

কেউ যদি আপনার দেওয়া লিংক থেকে আমাজন এর কোন পণ্য ক্রয় করে তবে তার জন্য আপনি একটি কমিশন পেয়ে যাবেন।  

২/ আমাজন এফিলিয়েট মার্কেটিং এর সুবিধা সমূহ। 

আমাজন হচ্ছে বর্তমানে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটি ই-কমার্স ওয়েবসাইট। তাই এই ওয়েবসাইট আপনাকে যে সকল সুবিধা দিতে পারে তা আর অন্য কোন ই-কমার্স ওয়েবসাইট এর পক্ষে দেওয়া সম্ভব নয়। 

তাছাড়া এফিলিয়েট মার্কেটিং করার জন্য খুব বিশ্বস্ত একটি ওয়েবসাইট হচ্ছে Amazon।তাই যারা অনলাইনে এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে চান তাদের প্রথম পছন্দের তালিকায় থাকে Amazon। 

Amazon এর মাধ্যমে affiliate maketing করার রয়েছে অসংখ্য সুবিধা। তার মধ্য থেকে এখন amazon affiliate marketing এর কিছু সুবিধা উল্লেখ করছি।

আমাজন মার্কেটিং এর সুবিধা সমূহঃ-

  • এটি জনপ্রিয় এবং বিশ্বস্ত একটি ব্যান্ড।
  • সহজে পণ্য প্রমোট করা যায়। 
  • অধিকাংশ পণ্য এতে পাওয়া যায়। 
  • সাপোর্ট খব ভালো। 
  • এটি নিরাপদ একটি ওয়েবসাইট। 
  • প্রচুর পরিমানে ইনকাম করা যায়। 
  • এটি অনেক পাওয়ারফুল একটি ওয়েবসাইট।

৩/ আমাজন এফিলিয়েট মার্কেটিং এর অসুবিধা সমূহ। 

আমরা জানি, প্রতিটা জিনিসের সুবিধা ও অসুবিধা দুটি দিক থাকে। Amazon এর ক্ষেত্রেও তার ব্যাতিক্রম গঠেনি।Amazon affiliate marketing এর অসংখ্য সুবিধা থাকলেও এর কিছু অসুবিধা ও রয়েছে। 

নিম্নে amazon affiliate marketing এর কিছু কিছু অসুবিধা উল্লেখ করা হলোঃ-

  • এটি নিম্ন রেট এ কমিশন দিয়ে থাকে।
  • paypal সাপোর্ট করে না।
  • cookies last for a shorter period (24 hours) 

৪/ কিভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করা যায়? 

আপনারা চাইলে বিভিন্ন উপায়ে আমাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করতে পারবেন। আর আমাজন এফিলিয়েট মার্কেটিং শুরু করার অনেক উপায় রয়েছে। যেমনঃ-

* YouTube এর মাধ্যমে আমাজন এফিলিয়েট মার্কেটি।

এফিলিয়েট মার্কেটিং এর যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Youtube। 

youtube এর মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করার জন্য  আপনার ইউটিউব চ্যানেল এর সাথে এফিলিয়েট লিংক যুক্ত করতে হবে। আর আপনার রেফার লিংক Youtube ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করুন।

আপনি যদি সঠিক ভাবে কাজটি করতে পারবেন তবে YouTube এর মাধ্যমে আমাজন এফিলিয়েট মার্কেটি করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। 

* Facebook page এর মাধ্যমে আমাজন এফিলিয়েট মার্কেটি।

এফিলিয়েট মার্কেটিং করার সবচেয়ে সহজ মাধ্যম হলো Facebook page। আপনার যদি ফেসবুক পেজ থাকে তবে আপনার ফলোয়ার দের পণ্য সর্ম্পকে বিস্তারিত ভালো ভাবে বলতে হবে। 

এতে করে পণ্যটি ক্রয় করতে অনেকের আগ্রহ হবে।এবং পণ্য ক্রয় করবে। এভাবে যত বেশি লোক আপনার দেওয়া link ব্যবহার করে পণ্য ক্রয় করবে আপনার ইনকাম তত বেশি হবে।

আর এই প্রদ্ধতিতে Amazon affiliate marketing  করে অনেকে প্রচুর টাকা ইনকাম করছেন।

* Website এর মাধ্যমে আমাজন এফিলিয়েট মার্কেটি।

আপনার যদি নিজের কোন ওয়েবসাইট থাকে তবে এটাকে কাজে লাগিয়ে আপনিও আমাজন এফিলিয়েট মার্কেটিং করতে পারবেন। 

আপনি যদি সঠিক ভাবে কাজটি করতে পারবেন তবে, Website এর মাধ্যমে আমাজন এফিলিয়েট মার্কেটি করেই আপনি প্রতিমাসে হাজার হাজার $ডলার ইনকাম করতে পারবেন। 

তার জন্য আপনার website কে amazon account এর সাথে যুক্ত করতে হবে। এবং সেখানে আপনার পণ্য সর্ম্পকে বিস্তারিত লিখে পণ্যের লিংক দিয়ে দিতে হবে।

এতে আপনার লিংক ব্যবহার করে যত লোক পণ্যটি ক্রয় করবেন আপনার ইনকাম তত বেশি হবে। 

আমাদের শেষ কথাঃ-

প্রিয় পাঠকগণ এই পোষ্টে আমি আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করেছি;  আমাজন এফিলিয়েট মার্কেটিং কি?কিভাবে আমাজন এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়?  ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।

আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।

আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে  কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন,  সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।


আল্লাহ হাফেজ।

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।