আস্সালামু আলাইকুম, প্রিয় বন্ধগন, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ;- কিভাবে ঘরে বসে অনলাইন জব করে ইনকাম করা যায়? ত চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে শুরু করে দেই আমাদের আজকের মূল আলোচনা।
সূচনা:-
(Online income) অনলাইন জব /চাকরি কথা টি এখন আর কারো কাছেই নতুন নয়। কারন আমরা সবাই প্রতিনিয়ত অনলাইনে সার্চ করে থাকি Online income। আর বর্তমানে এমন অনেক মানুষ আছেন যারা Online job এর মাধ্যমে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলেছেন।
বাস্তব জীবনে আমরা যেমন লেখাপড়া শেষ করে চাকরি করি ঠিক তেমনই লেখাপড়া শেষ করে আমরা অনলাইনে জব করতে পারি।
তবে এক্ষেত্রে পার্থক্য হলো, বাস্তব জীবনের চাকরি আমাদের অফিসে গিয়ে করতে হয়। অন্যদিকে অনলাইন জব আমরা ঘরে বসেই করতে পারি।
ত বন্ধুরা আপনাদের যদি অনলাইন জব করার ইচ্ছা থাকে তবে দয়া করে আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন। আশা করছি সর্ম্পূণ পোষ্টটি পড়ে আপনি অনলাইন জব সর্ম্পকে জানতে পারবেন এবং অনলাইন জব করে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
ত চলুন বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আমরা এক নজর দেখে নেই কি কি থাকছে আমাদের আজকের আলোচনায়।
*আলোচ্য সূচি:-
1. অনলাইন জব কি?
2. অনলাইন জব এর সুবিধা সমূহ।
3. অনলাইন জব করে টাকা ইনকাম করার উপায়।
3.1 সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
3.2 অনলাইন টিউশন।
3.3 অনলাইন সার্ভে জব করে টাকা ইনকাম।
3.4 কন্টেন্ট রাইটিং জব করে অনলাইন থেকে আয়।
3.5 ট্রান্সলেশন জব করে অনলাইন ইনকাম।
1. অনলাইন জব কি?
যখন আমরা অনলাইনে কোন কাজ করি এবং সেই কাজের বিনিময়ে আমরা ইনকাম করি তখন সেটিই হবে অনলাইন জব। আর অনলাই জব করলে আপনাকে বাস্তবের মতো অফিসে যেতে হবে না, আপনি ঘরে বসেই জব করতে পারবেন।
আর বর্তমানে অনলাইনে এমন অনেক জব রয়েছে যে গুলো করে আপনি বাস্তব জীবনের চাকরির মতো টাকা মাস শেষে ইনকাম করতে পারবেন।
2. অনলাইন জব এর সুবিধা সমূহ।
বর্তমানে অনলাইন জব অনেক জনপ্রিয়। আর তাই এখন অনলাইন জবের অনেক সুবিধা ও রয়েছে যেগুলোর জন্য এখন মানুষ অনলাইন জব এর দিকে ঝুঁকে পড়ছে।নিচে অনলাইন জব এর কিছু সুবিধা উল্লেখ করা হলো:-
- ঘরে বসে অবসর সময়ে কাজ করা যায়।
- বেতনের কোন সীমাবদ্ধতা থাকেনা।
- এখানে নিজেই নিজের বস।
ঘরে বসে অবসর সময়ে কাজ করা যায়:-
বেতনের কোন সীমাবদ্ধতা থাকেনা:-
এখানে নিজেই নিজের বস:-
3. অনলাইন জব করে টাকা ইনকাম করার উপায়।
বর্তমানে অনলাইনে অনেক জব করার সুবিধা রয়েছে। যেগুলো করে আপনি ও সহজে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। আর তার মধ্য থেকে আজ আমি আপনাদের সাথে সেরা ৫টি অনলাইন জব শেয়ার করব যে গুলোতে কাজ করে আপনি সহজে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
3.1 সোশ্যাল মিডিয়া ম্যানেজার।
বর্তমানে অনলাইন থেকে ইনকাম করার যত গুলো প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে অন্যতম এবং অনেক ডিমান্ডেভল একটি জব হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার।আর এটি খুব সহজ একটি জব।
ত বন্ধুরা এবার জানার বিষয় হলো কিভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এর জব করে অনলাইন থেকে ইনকাম করা যায়?ত এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে, এই জব টি করার জন্য আপনার কিকি যোগ্যতা প্রয়োজন?
সত্যি কথা বলতে এই প্রশ্নের উত্তর সঠিক ভাবে বলা সম্ভব নয়। কারন এই জবে ভিন্ন ভিন্ন ব্যক্তি ভিন্ন ভিন্ন যোগ্যতা সর্ম্পূণ লোক নিয়োগ দিয়ে থাকেন।
তবে আমি ব্যক্তিগত ভাবে মনেকরি এই জব করার জন্য আপনাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে।এবং সোশ্যাল মিডিয়া গুলো পরিচালনা করার জন্য যথেষ্ট জ্ঞান ধারনা থাকতে হবে।
আমরা ত জানলান এই জব করার জন্য আমাদের কিকি যোগ্যতা প্রয়োজন। এখন আমাদের জানতে হবে এই জব আমরা কোথায় পাব।এই জবের জন্য আপনাকে বিভিন্ন ওয়েবসাইটে নিয়মিত একটিভ থাকতে হবে। আপনাদের সুবিধার্থে নিচে কিছু ওয়েবসাইটের নাম দিচ্ছি যেগুলো থেকে এই জব পেতে পারেন।
Top website list for social media manager job
- Upwork.
- Linkedin.
- Guru.
- Acadium.
- Fiver.
- Freelancer.
- Twitter.
- Instagram.
- People per hour.
3.2 অনলাইন টিউশন।
বর্তমানে করোনা মহামারীর কারনে যেহেতু আমাদের স্কুল, কলেজ সবকিছু বন্ধ রয়েছে। তাই এখন অনলাইন ভিত্তকই চলছে সবার লেখা পড়া।
আর এখনত যুগের পরির্বতনের সাথে সাথে আমাদের ও পরির্বতন ঘটেছে। এখন আমাদের দিনের বেশির ভাগ সময়ই অনলাইনে কেটে যায়।যার ফলে এখন পড়াশুনাও অনলাইন ভিত্তিক হয়েগেছে।
আগেকার দিনে মানুষ বাড়িতে- বাড়িতে গিয়ে টিউশন করাত কিন্তু এখন সময়ের পরির্বতনের সাথে এখন টিউশনিয় অনলাইন ভিত্তিক হয়ে গেছে। এবং অনেকেই অনলাইন টিউশন করে ঘরে বসে প্রচুর পরিমানে টাকা ইনকাম করছেন।
ত চলুন বন্ধুরা এখন জেনে নেই অনলাইন টিউশন করে ইনকাম করার জন্য আমাদের কিকি যোগ্যতা প্রয়োজন। আসলে রিয়েল লাইফে টিউশনি করতে হলে আমাদের কিছু যোগ্যতা প্রয়োজন।যেমন:- ইডোকেশনাল কোয়ালিফিকেশন, টিউশনি করার পূর্ব দক্ষতা, ইত্যাদি।
কিন্তু অন্যদিকে অনলাইন টিউশন করার জন্য আপনার তেমন কোন যোগ্যতা প্রয়োজন হবে না। আপনি যদি এক বা একদিক বিষয়ে দক্ষতা সর্ম্পূণ হন তবে আপনি অনলাইন টিউশন করতে পারবেন।
বর্তমানে অনলাইনে এমন অনেক ওয়েবসাইট রয়েছে যে গুলোতে অনলাইন টিউশন করে টাকা ইনকাম করতে পারবেন। ত অনলাইন টিউশন করে ইনকাম করার জনপ্রিয় কিছু ওয়েবসাইট নিচে আমি উল্লেখ করলাম।
Top website list for Online tuition
- Idtech.
- SkoolI.
- Sunlyt.
- Teacheron.
- Aim-For-A tutoring.(Read full review)
- Cambly.(Read full review)
- Chegg.(Read full review)
- Tutor.com
- Tutor extra.
- TutorMe.
- Supperproof.
- Vipkid.(Read full review)
- Wyzant.
3.3 অনলাইন সার্ভে জব করে টাকা ইনকাম।
বর্তমানে অনলাইনে যত গুলো জব রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ জব হলো অনলাইন সার্ভে জব।এখানে আপনি ছোট খাটো বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে কিভাবে অনলাইন সার্ভে জব করে টাকা ইনকাম করা যায়? আপনি যদি এই কাজ করতে চান তবে আপনাকে প্রথমে একটি আইপি কিনতে হবে এবং আইপি আপনার মোবাইল বা কম্পিউটারের সাথে কানেক্ট করে কাজ শুরু করতে হবে।
আর অনলাইন সার্ভের কাজ মূলত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমেই করতে হয়।ত এবার আমরা কিছু জনপ্রিয় ওয়েবসাইট সর্ম্পকে জানব। যেগুলোতে অনলাইন সার্ভে জব করে আপনি প্রচুর পরিমানে টাকা ইনকাম করতে পারবেন।
Top website list for Survey job
- Swagbucks.
- Lifepoints.
- Onepoll.
- I-say.
- Toluna.
- TouGov.
- PrizeRebel.
- Populislive.
- Marketagent.
- Triaba panel.
- Inboxdoller.
- Inboxpound.
3.4 কন্টেন্ট রাইটিং জব করে অনলাইন থেকে আয়।
বর্তমানে অনলাইনে যত জব রয়েছে তার মধ্য অন্যতম এবং সম্মানজনক কাজ হলো কন্টেন্ট রাইটিং জব।আপনি যদি নির্দিষ্ট কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন তবে আপনার সেই দক্ষতাকে কাজ লাগিয়ে কন্টেন্ট রাইটিং করে আপনি ইনকাম করতে পারবেন।
এর আগেও একটি অ্যাটিকেলে আমি কন্টেন্ট রাইটিং করে আয় সর্ম্পকে বিস্তারিত আলোচনা করেছি। আর কন্টেন্ট রাইটিং জবে সবচেয়ে বড় সুবিধা হলো এটি আপনি অনলাইন অফলাইন দুভাবেই করতে পারবেন।কন্টেন্ট রাইটিং কিন্তু এখন অনেক ডিমান্ডেবল একটি অনলাইন জব।
কন্টেন্ট রাইটং মূলত একটি টাইপিং জব। যেখানে আপনি বিভিন্ন বিষয়ে লেখালেখি করে ইনকাম করতে পারবেন।আর বর্তমানে কন্টেন্ট রাইটিং করার জনপ্রিয় অনেক ওয়েবসাইট রয়েছে। ত চলুন এখন জেনে নেই কিছু জনপ্রিয় কন্টেন্ট রাইটিং ওয়েবসাইট সর্ম্পকে।
Top website list for Content writing job
- Iwriter.
- Upwork.
- Guru.
- Freelancer.
- Flexjobs.
- Bloggingpro.
- People per our.
- Writer access.
- Craigslist.
- Textbroker.
- Self publishing school.
3.5 ট্রান্সলেশন জব করে অনলাইন ইনকাম।
বর্তমানে অন্যসব অনলাইন জব এর মতো ট্রান্সলেশন জব ও এখন অনেক ডিমান্ডেবল।যেখানে আপনাকে একটি ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করতে হবে।আপনি যদি বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায় দক্ষ হয়ে থাকেন তবে আপনার এই দক্ষতাকে কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন।
তবে শুধু ইংরেজি ভাষা ট্রান্সলেট করতে হবে তা কিন্তু নয় ইংরেজি ভাষা ছাড়াও চীন,জাপান, হিন্দি ভাষা জানেন তবে আপনি ও ট্রান্সলেশন করে ইনকাম করতে পারবেন।
বর্তমানে অনলাইনে অনেক ট্রান্সলেশন জব করার ওয়েবসাইট রয়েছে। নিচে আমি কিছু ওয়েবসাইটের নাম উল্লেখ করছি ট্রান্সলেশন জব করার।
Top website list for Translation job
- Gengo.
- Upwork.
- Fiver.
- Smartling.
- Freelancer.
- People per hour.
শেষ কথা:-
ত প্রিয় বন্ধুগন এই ছিল আমাদের আজকের আলোচনা;- ৫টি জনপ্রিয় অনলাইন জব করে ঘরে বসে টাকা ইনকাম।
ত আশা করছি পোষ্টটি পড়ে আপনারা সবাই অনেক উপকৃত হবেন।
আর পোষ্টটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আপনাদের মতামত আমাদের জানাবেন। আপনাদের মূলবান মতামত আমাদের ভবিষ্যতে আর ও ভালো কাজ করার জন্য উৎসাহ যোগাবে।
আর পোষ্টটি সর্ম্পকে যদি আপনাদের কোন প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন।আমি ইনশা আল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ত বন্ধুরা আবার ও খুব শীঘ্রই নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতে হাজির হয়ে যাব।আর এতক্ষন ধৈর্য ধরে মনোযোগ সহকারে পোষ্টটি পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।
Nice
You must be logged in to post a comment.