ফ্রিল্যান্সিং করে মাসে আপনি 30 হাজারের বেশি ইনকাম করতে পারবেন।

আসসালামু আলাইকুম‌। সুপ্রিয় পাঠক বৃন্দ কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন  আমিও আল্লাহ তা আলার অশেষ রহমতে ভালো আছি।

আজ আমরা বসবাস করছি উন্নত এক বিশ্বে। এ বিশ্বে চাহিদার কোন শেষ নেই তেমন একটি চাহিদা হল উপার্জন করা বা ইনকাম করা। কিন্তু উপার্জন কি খুব সহজে করা যায়।

এই ইনকাম করতে হলে নিজস্ব যোগ্যতা থাকা প্রয়োজন কোন একটি কাজেই নিজেকে পারদর্শিতা করে তুলতে হবে তাহলে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন।

এই ইনকাম কেউ অফিসে কেউ আদালতে কেউবা নিজস্ব ব্যবসায়-বাণিজ্যে আরো বিভিন্নভাবে কাজ করে থাকে।

কিন্তু উন্নত বিশ্ব হয় এখন আর সকলকে অফিস আদালতে যেতে হয় না আধুনিক বিশ্বে আপনি বাসায় বসে উপার্জন করতে পারবেন।

আর এই উপার্জনের জন্য কি যোগ্যতা আপনাকে থাকতে হবে কোথায় বসে করতে পারবেন কি কি ধরনের কাজ করতে পারবেন আজ আমরা সেটা নিয়েই লিখব

বাসায় বসে কারা কারা ইনকাম করতে পারবেন

বাসায় বসে আপনারা যাদের একটু জ্ঞান বুদ্ধিমত্তা আছে তারা সকলেই ইনকাম করতে পারবেন শুধুমাত্র পাগল বাদ দিয়ে। আপনি কি ছাত্র?

আপনি গৃহিণী আপনি অফিসে কাজ করেন আপনি বেকার আপনার বয়স পঞ্চাশের উর্ধে আপনার বয়স 15 বছর আরমানান রকম প্রশ্ন আছে যে আমরা এমনভাবে কাজ করতে পারব কিনা হ্যাঁ আপনি কাজ করতে পারবেন

কিন্তু এই কাজের জন্য আপনাকে নির্দিষ্ট যোগ্যতা থাকতে হবে কিন্তু খুব যে বেশি পড়ালেখা লাগবে তা নয় শুধুমাত্র কয়েকটি বিষয় জানলেই আপনি এ কাজ খুব সহজে করতে পারবেন আজ আমি কয়েকটি ফ্রিল্যান্সিং এর সহজ কাজ নিয়ে হাজির হয়েছি

আমরা কতই না টাকা ইনকাম করতে চাই কিন্তু অনেকেই বলে যে আমরা কাজ করতে চাই না কষ্ট করতে চাই না‌।

কিন্তু কষ্ট ছাড়া কি টাকা ইনকাম করা যায় ?কখনো না.. কিন্তু কিছু কাজ আছে অল্প কষ্টে করা যায় আবার কিছু কাজ বেশি পরিশ্রম করতে হয়‌।

তাই আজ আপনাদের জন্য বাসায় বসে ইনকাম করার কিছু ওয়েবসাইট দেখলাম এবং যেখান থেকে ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে সহজ সহজ কাজ করি আপনারা নিজেদের মধ্যে করতে পারবেন

ফ্রিল্যান্সিং এর সহজ সহজ কাজ গুলির মধ্য

  1. গ্রাফিক্স ডিজাইন
  2. ওয়েবসাইট ফন্ট ডেভেলপার
  3. ব্লগ রাইটিং 
  4. ডিজিটাল মার্কেটিং
  5. ট্রানসলেশন
  6. কফি অ্যান্ড পেস্ট
  7. কনটেন্ট রাইটার
  8. ফটো এডিটিং
  9. এফিলিয়েট মার্কেটিং
  10. সোসিয়াল মার্কেটিং
  11. ইউটিউবে

উপরের কয়েকটি কাজের মধ্যে আমার কাছে বেশ সহজে লাগে আর আমি আশা করি আপনাদের জন্য এ কাজগুলি যারা নতুন তাদের জন্য খুব সহজ হবে

গ্রাফিক্স ডিজাইন

গ্রাফিক্স ডিজাইন মূলত ছবি আঁকা ফটো এডিট করা পোস্টার ডিজাইন টি-শার্ট ডিজাইন সহজে লোগো ডিজাইন বিজনেস কার্ড ডিজাইন।

এছাড়া আরো অনেক কিছু গ্রাফিক্স ডিজাইন এর মধ্যে পড়ে গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনি খুব সহজে কাজ খুঁজে পাবেন যেমন freelancer.com

  • upwork.com
  • guru.com

fiberr.com এছাড়া আরো অনেক কিছু অনেক ওয়েবসাইট আপনি খুঁজে পাবেন

ওয়েবসাইট ফন্ট ডেভলপার

  1. ওয়েবসাইটের ডেভেলপার দুই প্রকার
  2. তার মধ্যে এক ফন্ট ডেভেলপার
  3. দুই হল ব্যাক ডেভেলপার

কেউ কেউ ফ্রন্ট এবং ব্যাক ডেভেলপার হয়এদের মধ্য আমি সহজে কাজ পাওয়ার জন্য আপনাদের জন্য বেছে নিয়েছি কারণ ফল্ট ডেভলপার করতে বিশেষ কাজে লাগে না বেশি কিছু জানতে হয় না।

এটা বলার জন্য আপনি এইচটিএমএল সিএসএস বুৎস্ট্রপ সাধারণত এগুলো জানলে আপনি ওয়েব সাইট ডেভলপার হতে পারবেন আর এই কাজগুলি আপনি আগের মতই

  • freelancer.com
  • upwork.com
  • guru.com
  • fiverr.com
  • peopleperhour.com

এছাড়া আরও বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনি খুব সহজেই এ কাজগুলো করতে পারবেন এ কাজ গুলির মধ্যে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে।

যেমন ধরুন আপনি সহজেই করতে পারবেন PhD to HTML ওয়েবসাইটের বডি স্ট্রাকচার আরো বিভিন্ন ধরনের কাজ আপনি খুঁজে পাবেন খুব সহজে

ব্লগ রাইটিং

ওয়েবসাইটের সবচেয়ে সহজ কাজের মধ্যে অন্যতম একটি কাজ হলো এই ব্লগ রাইটিং রাইটিং সাধারণত নির্দিষ্ট কোন বিষয়ের উপর নিজের ওয়েবসাইটে লেখা কিন্তু এই লেখাটি হতে হবে অন্যের লেখা বাদ দিয়ে নিজের লেখা কপিরাইট করা যাবে না।

কপিরাইট করলেই গুগল আপনাকে স্প্যাম করে দিতে পারে এজন্য আপনার ওয়েবসাইটের ক্ষতি হতে পারে আপনার  ব্লগ থেকে থেকে আপনার ইনকাম নাও হতে পারে।

আপনি নিজে বিভিন্ন রকমের আর্টিকেল বাসায় নিজের সৃজনশীলতা বুদ্ধিমত্তা দিয়ে লিখতে পারেন আর্টিকেল লেখার জন্য আর্টিকেল কনটেন্ট রাইটার বিভিন্ন রকম কাজ পাওয়া যায় খুঁজে পাবেন পাবেন

  1. freelancer.com
  2. upwork.com

আরো অনেক জায়গায় আপনি কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারেন যাদের যাদের এক একটি কনটেন্ট রাইটার এর জন্য 200 ডলারের বেশি আপনাকে পেমেন্ট করতে পারে।

এছাড়াও বাংলাদেশের বিভিন্ন রকম ওয়েবসাইটে আপনি আপনার আর্টিকেল পাবলিস্ট করে ইনকাম করতে পারেন তাছাড়া আপনি আপনার নিজস্ব ব্লগ সাইট থেকে ইনকাম করতে পারেন ফ্রি নিজের ফ্রি ব্লক খুলতে blogger.com থেকে খুলতে পারেন।

ডিজিটাল মার্কেটিং

ডিজিটাল মার্কেটিং হলো অন্যের মার্কেটপ্লেসকে ডেভলপ করা কোনো কিছুকে জনপ্রিয়তা করা হলো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন রকমের ক্যাটাগরির হয়ে থাকে তার মধ্যে জনপ্রিয় ক্যাটাগরি হলো এস ই ও

  • ফেসবুক মার্কেটিং
  • টুইটার মার্কেটিং
  • ইউটিউব মার্কেটিং

গুগল মার্কেটিং

আরো অনেক রকমের আছে ডিজিটাল মার্কেটিং এর জন্য আপনি বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারেন তারমধ্য প্রধান ওয়েবসাইট হলো freelancer.com

  • upwork.com
  • fiber.com ইত্যাদি

ট্রান্সলেশন

ট্রানসলেশন হলো এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করা। কয়েকটি জনপ্রিয় ভাষার মধ্যে ইংরেজি এই ইংরেজির মধ্য দুইটি প্রথমে ইউএস তারপর ইউকে, স্প্যানিশ, তামিল, ফ্রান্সি, আরবি ইত্যাদি আরো অনেক ধরনের ভাষা আছে।

ধরন যেমন বায়ার আপনাকে একটি স্প্যানিশ ভাষায় কিছু দিল এবং সেটিকে আপনাকে বলবে এটা কে শুদ্ধ ইংরেজিতে রূপান্তর করো তাই এর জন্য আপনাকে সুন্দর হবে কয়েকটি ভাষার উপর দক্ষতা থাকতে হবে বিভিন্ন বড় বড় মার্কেট প্লেসের মধ্যে আপনি এই কাজগুলি সহজে পেয়ে যাবে

কপি এবং পেস্ট

কপি এবং পেস্ট এর মাদ্ধমে আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে অল্প কষ্ট অনেক বেশি ইনকাম করতে পারবেন কপি পেস্ট খুব বেশি কঠিন কোন কাজ নয় এজন্য আপনি মাসে বিভিন্ন রকমের নিজের মতো করে নিজে যতটুকু কষ্ট করবেন তার উপর নির্ভর করবে আপনার ইনকাম,

কনটেন্ট রাইটিং

কিছুক্ষণ আগে আমরা ব্লক রাইটিং সম্পর্কে জেনেছি content writing ও ব্লক রাইটিং প্রায় একই কাজ কিন্তু কনট্রাক্টিং এর মধ্যেই একটি সেকশন হলো ব্লক রাইটিং।

একটি কনটেন্ট রাইটার সাধারণত প্রতি ঘন্টায় ১০ থেকে ৩০ ডলারেরও বেশি ইনকাম করতে পারে ন্যূনতম মাসেই আশি হাজারেরও বেশি টাকা ইনকাম করে।

কিন্তু কন্টেন্ট রাইটার হতে আপনাকে নির্দিষ্ট একটি বিষয়ের উপর দক্ষতা যোগ্যতা বুদ্ধি বিচক্ষণতা থাকতে হবে যে বিষয়ের উপর নিঃসন্দেহ ভাবে লিখতে পারেন মানুষ যেটা আপনার কাছ থেকে আশা করে সেটা আপনি তাদেরকে সহজে দিতে পারেন।

মানুষ যাতে আপনার কাছ থেকে খুব সহজে কোন একটি বিষয় নিতে পারে এবং উপকৃত হতে পারে।কনটেন্ট রাইটিংয়ের বিভিন্ন কাজ ফেসবুক টুইটার গুগল এবং বিভিন্ন ধরনের মার্কেটপ্লেসে আপনি খুব সহজে পেয়ে যাবেন।

যেমন এফলিয়েট মার্কেটিং এর জন্য একটি দ্রব্য বিক্রয় করার জন্য আপনি কোম্পানিকে কিছু সেই দ্রব্যের উপর লিখে দিলেন আর কে তারা সেই লেখা দেখে যদি সেটা ক্রয় করে।

তাহলে আপনি একজন দক্ষ কন্টেন্ট রাইটার হিসেবে খুব সহজে সে বাইরে থেকে ইনকাম করতে পারবেন।বর্তমান সময়ে বিভিন্ন বইয়ের উপর বিভিন্ন ধরনের বই পড়তে হবে প্রচুর পড়তে হবে।

তাহলে আপনি খুব সুন্দর ভাবে আপনার  বিষয়ের উপর জানতে পারবেন এবং খুব সহজেই লিখতে পারবেন। জনপ্রিয় কন্টেন্ট রাইটার এর মধ্য কয়েকটি বিষয় হলো স্পোর্টস, খাবারের তালিকা, বিভিন্ন ইলেকট্রনিক্স যন্ত্রপাতি, মেডিকেল সার্ভিস ইত্যাদি

photo editing

ফটো এডিটিং হল গ্রাফিক্স ডিজাইনের একটি অংশ। অনলাইনে প্রচুর পরিমাণে ফটো এডিটিং এর কাজ করতে পারেন এছাড়াও আপনি আপনার নিজস্ব নিজের তোলা ছবি নিজের ফটো বিক্রি করে ইনকাম করতে পারেন।

বিভিন্ন ওয়েবসাইট আপনার ক্যামেরায় ধারণকৃত সুন্দর ছবিগুলো বেশ মূল্য দামে কিনে থাকে এজন্য আপনি আপনার ধারণা কিন্তু ছবিগুলো খুব সুন্দর ভাবে বিভিন্ন ওয়েবসাইটে বিক্রি করতে পারেন।

শুধুমাত্র বিক্রি নয় বরং আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে ফটো এডিটিং এর কাজ করে মাসে ৩০ থেকে শুরু করে ৯০ হাজারেরও বেশি ইনকাম করতে পারেন।

facebook মার্কেটিং বা সোশ্যাল মার্কেটিং

সোশ্যাল মার্কেটিং এর মধ্যে বিভিন্ন রকমের মার্কেটিং আছে যেমন ফেসবুক টুইটার ভাইবা উইকিপিডিয়া হোয়াটসঅ্যাপ ইমো আরও অনেক রকমের সোসিয়াল মিডিয়াগুলোতে আপনি খুব সহজে মার্কেটিং করে ইনকাম করতে পারেন।

এজন্য আপনার ফেসবুকে আপনি যে প্লাটফর্মে কাজ করবেন সেখানে খুব সুন্দর একটি পেজ আপনাকে থাকতে হবে সেখান থেকেও সুন্দর বড় একটা আর্নিং করতে পারবেন

এফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হল অন্য প্ল্যাটফর্মের জিনিস আপনি নিজের দায়িত্বে ক্রয় বিক্রয় করে দিবেন অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে খুব সহজেই অনেক বেশি কম সময়ে ইনকাম করা যায় কয়েকটি জনপ্রিয় এফিলিয়েট মার্কেটিং এর ওয়েবসাইট হলো

  • alibaba.com
  • daraz.com daraz.com
  • amazon.com

আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপনি অ্যাপলেট মার্কেটিং করতে পারবেন।

ইউটিউবে ইনকাম করা

বর্তমান সময়ের সবচেয়ে অন্যতম একটি জনপ্রিয় সাইট হল ইউটিউব ইউটিউব থেকে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে হোক এজন্য আপনাকে থাকতে হবে।

কঠোর পরিশ্রম ও ধৈর্য আপনি আপনার নিজের ভিডিও অন্যের উপকারের জন্য যেটি মানুষ বেশি চাহিদা করে এমন এমন কিছু ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন ইউটিউব থেকে।

লেখার মধ্য অনেক বানান সতর্কতা ভুল হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ সকলকে?

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আমি একজন প্রফেশনাল লেখক,,অবসর সময়ে লিখতে ভালোবাসি