গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে আয় করার ১০টি কার্যকর উপায়।

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন

প্রিয় বন্ধুরা, আসসালামুআলাইকুম।কেমন আছেন সবাই?

আমি আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি পোষ্ট নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব গ্রাফিক ডিজাইন কি?গ্রাফিক  ডিজাইন করে আয় করার ১০টি সহজ উপায়।

সূচনা :-  গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

আপনি কি গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে টাকা আয় করতে চায়? আপনার উত্তর যদি হয়ে থাকে হ্যাঁ,তবে আজকের এই পোষ্টটি আপনার জন্যই।

বর্তমানে গ্রাফিক ডিজাইন চাহিদা দিনদিন বেড়েই চলেছে।আর তার সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে গ্রাফিক ডিজাইনার দের চাহিদাও।বর্তমানে প্রতিটা প্রতিষ্টানের গ্রাফিক ডিজাইনের প্রয়োজন।

বর্তমানে আপনি যেমন ঘরে বসে অনলাইনের মাধ্যমে গ্রাফিক ডিজাইন শিখতে পারবেন, তেমনই আবার ঘরে বসে অনলাইনের মাধ্যমে গ্রাফিক ডিজাইন করে টাকা আয় করতে পারবেন।

বর্তমানে অনলাইনে অনেক উপায় রয়েছে গ্রাফিক ডিজাইন করে আয় করার জন্য। আর তার মধ্য থেকে বেচে বেচে আজ আপনাদের জন্য ১০ উপায় নিয়ে  এসেছি।

আর আজ আপনাদের সাথে আলোচনা করব গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে আয় করার ১০টি নিয়ে।

গ্রাফিক ডিজাইন কি?

ত চলুন প্রথমে আমরা জেনে নেই গ্রাফিক ডিজাইন কি।গ্রাফিক ডিজাইন হলো এমন এক ডিজাইন বা আকৃতি যা,কম্পিউটারের সাহায্য রুপ দান করা হয়ে থাকে। 

সহজ ভাবে বলতে গেলে কোন বিজ্ঞাপন, ব্যানার,টি শার্ট ডিজাইন, প্রডাক্ট ডিজাইন ইত্যাদি এসব কাজ কম্পিউটার সাহায্যে নিখুঁত ভাবে নিত্যনতুন ডিজাইন করার নামই হলো গ্রাফিক ডিজাইন। 

ত চলুন এখন দেখে নেই ১০ টি উপায় কিকি।

টপিক সূচি :-গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

*গ্রাফিক ডিজাইন কি?

১/ ফন্ট ডিজাইন করে আয়।

২/ বিজ্ঞাপন ডিজাইন করে আয়।

৩/ কভার ফটো ডিজাইন করে আয়।

৪/ ইনফো গ্রাফিক ডিজাইন করে আয়।

৫/ বিজনেস কার্ড,ক্যালেনডার,ফুড মেনু ডিজাইন করে আয়।

৬/ ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন করে আয়।

৭/ এডিট গ্রাফিক ডিজাইন।

৮/ পোষ্টার,ব্যানার ডিজাইন করে আয়।

৯/ টি - শার্ট ডিজাইন করে আয়।

১০/ স্টক গ্রাফিক ডিজাইন করে আয়।

ত এখন চলুন দেখে নেই কিভাবে এই ১০উপায়ে গ্রাফিক ডিজাইন করে আয় করা যায়।

১/ ফন্ট ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

ফন্ট ডিজাইনের সাথে আমরা সবাই বেশ পরিচিত। ফন্ট ডিজাইন বর্তমানে বিশ্বে অনেক বড় ব্যবসায় পরিনত হয়েছে।

আপনি যদি বিভিন্ন ডিজাইনে লিখতে পারেন, তবে আপনার এই বিভিন্ন ডিজাইনের লেখা গুলো কম্পিউটারাইজ করে ফন্ট আকারে ডিজাইন করে আপনি সেটি অনলাইনে বিক্রি করে খুব সহজে বেশ টাকা আয় করতে পারবেন।

ইটিএসওয়াই হলো একটি বিশ্বস্ত এবং জনপ্রিয় একটি ফন্ট বিক্রি করার ওয়েব সাইট। আপনার ফন্ট যত বেশি বিক্রি হবে আপনার আয় তত বৃদ্ধি পাবে।

২/ বিজ্ঞাপন ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

বর্তমানে বিজ্ঞাপন ডিজাইন করে আয় করা একটি জনপ্রিয় মাধ্যমে পরিনত হয়েছে। কারন এখন কোন প্রতিষ্টান বা কোম্পানির প্রচারের জন্য বিজ্ঞাপনের প্রয়োজন হয়।

বিভিন্ন কোম্পানি তাদের পণ্য বা সার্ভিস গুলো অনলাইনে বিজ্ঞাপন দেওয়ার জন্য বিভন্ন ডিজাইনের বিজ্ঞাপন ডিজাইন করিয়ে থাকে।  

আর এই কাজ গুলো অনলাইনে ফ্রিল্যান্সাররা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে করে থাকেন।তা আপনিও চাইলে বিজ্ঞাপন ডিজাইন করে ঘরে বসে ভালো অংকে আয় করতে পারবেন।

৩/ কভার ফটো ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

বর্তমান যুগ তথ্য প্রযুক্তি যুগ। আর এই আধুনিক যুগে সৃজনশীলতার কদর দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এই যুগে দেখা যায় ই- বুকেও লেগেছে আধুনিকতার চোঁয়া।

কারন দেখা যায় বিভিন্ন বই মেলায় পাঠকদের আকৃষ্ট করার জন্য বইয়ের কভার ফটো বেশ ঝাঁকঝমকে থাকে।

পাঠকদের দৃষ্টি আর্কষন করতে, সুন্দর বই কভারের কোন বিকল্প নেই।আর তার জন্য প্রয়োজন একজন সৃজনশীল গ্রাফিক ডিজাইনারের। 

আর তাই এটিই হতে পারে আপনার গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে টাকা আয় করার একটি মাধ্যম।

৪/ ইনফো গ্রাফিক ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

বর্তমানে ইনফো গ্রাফিক ডিজাইন অনলাইন থেকে টাকা আয় করার একটি অন্যতম মাধ্যম হিসাবে কাজ করছে।

এমন অনেক গ্রাফিক ডিজাইনাররা আছেন যারা ইনফো গ্রাফিক ডিজাইন করে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত প্রতিমাসে আয় করে থাকেন। 

৫/ বিজনেস কার্ড,ক্যালেনডার,ফুড মেনু ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে টাকা আয় করার একটি সহজ মাধ্যাম হলো বিজনেস কার্ড,ক্যালেন্ডার, ফুড মেনু ইত্যাদি ডিজাইন করে আয় করা। 

আপনি অফলাইন বা অনলাইনে কোন ব্যাক্তি বা প্রতিষ্টানের বিজনেস কার্ড ডিজাইন করে সহজে আয় করতে পারবেন।

আবার যারা ফুড বিজনেস করেন তাদের ব্যবসার জন্য একটি সুন্দর ফুড মেনু তৈরি করা খুব গুরুত্বপূর্ণ। কারন  ফুড মেনু দেখেই কাস্টমাররা তাদের পছন্দের খাবার ওর্ডার করেন। 

তাই যদি আপনি বিভিন্ন ফুডের ছবি, এবং দাম সুন্দর করে মেনু কার্ড তৈরি করতে পারেন। তবে আপনি এই মাধ্যমেই খুব তাড়াতাড়ি আয় করতে পারবেন।

৬/ ইন্ডাষ্ট্রিয়াল ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

ইন্ডষ্ট্রিয়াল ডিজাইন করেও আপনি সহজে ঘরে বসে টাকা আয় করতে পারবেন। আপনি চাইলে বিভিন্ন কোম্পানির ইন্ডাষ্টির ইন্ডাষ্টিয়াল ডিজাইন করতে পারবেন।

যেমন : 

* প্যাকেজিং।

* কভার ডিজাইন।

* প্রডাক্ট প্যাকেজিং।

* লেভেল ডিজাইন। 

এই কাজ গুলো করে আপনি আয় করতে পারবেন।

৭/ এডিট গ্রাফিক ডিজাইন।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

বিভিন্ন গ্রাফিক ডিজাইন টেম্পলেট গুলো আপনি এডিট করে আপনি অনলাইন মার্কেটপ্লেস গুলো থেকে আপনি ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

অনলাইন মার্কেটপ্লেস গুলোতে বর্তমানে এধরনের অনেক অফার থাকে।অনেক কোম্পানি বিভিন্ন মার্কেটপ্লেস থেকে টেম্পলেট গুলো কিনে, এবং সেগুলো ফ্রিল্যান্সারদের দ্বারা ডিজাইন গুলো এডিট করে নেয় ।

তাই আপনিও চাইলে এ ধরনের টেম্পলেট এডিট করে টাকা আয় করতে পারবেন।

৮/ পোষ্টার,ব্যানার ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

এখন আমরা আলোচনা করব কিভাবে পোষ্টার, ব্যানার, ডিজাইন করে ঘরে বসে টাকা আয় করবেন। আজকাল অনেক প্রতিষ্টান আছে যাদের বিভিন্ন ইভেন্ট যেন কোন পোষ্টার বা ব্যানার ছাড়া চলেই না।

একটি পোষ্টারে ইভেন্টের সময়, অতিথিদের নাম,  ইভেন্টের বিষয় শর্টে লিখে সুন্দরকরে উপস্থাপন করতে হয়। তাই এখন পোষ্টার ব্যানার ডিজাইন করে ও আয় করার বিশাল সুযোগ রয়েছে।

৯/ টি - শার্ট ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় একটি মাধ্যম হলো টি-শার্ট ডিজাইন। প্রতিদিন হাজার হাজার টি-শার্ট বিক্রি হচ্ছে। আর সেই টি-শার্ট গুলোতে রয়েছে বিভিন্ন ধরনের ডিজাইন।

আর টি- শার্টের এই ডিজাইন করার জন্য প্রয়োজন টি-শার্ট ডিজাইনারের। টি-শার্ট ডিজাইনের চাহিদা দিনদিন বেড়েই চলেছে।

আপনি ও চাইল টি-শার্ট ডিজাইন শিখে কাজ শুরু করতে পারবেন।আপনি চাইলে দেশ বা বিদেশের যেকোন কোম্পানির ট-শার্ট ডিজাইন করে দয়ে আয় করতে পারবেন।

টি-শার্ট ডিজাইন করে আয় করার অনেক সাইট আছে, তবে তার মধ্যে বেশ জনপ্রিয় সাইট গুলো হলো।

* রেডবিবল।   গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

* ট্রেএডরেস।   গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

* টেসপ্রিং।       গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

এই সাইট গুলোতে আপনি টি-শার্ট ডিজাইন করে বিক্রি করতে পারবেন।আবার আপনি নিজে টি-শার্ট ডিজাইন করে বাংলাদেশি বিভিন্ন ই-কর্মাসের সাইটে বিক্রি করে আয় করতে পারবেন।

১০/ স্টক গ্রাফিক ডিজাইন করে আয়।গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

বর্তমানে স্টক গ্রাফিক ডিজাইনের বেপক চাহিদা রয়েছে।আপনি চাইলে স্টক গ্রাফিক ডিজাইন করে ও প্রচুর পরিমানে ইনকাম করতে পারবেন।

বিভিন্ন কোম্পানি স্টক গ্রাফিক ডিজাইন থেকে তাদের প্রয়োজনীয় ক্লিপ,ক্লিপ আর্ট, ছবি ইত্যাদি নিয়ে থাকে।কারন এগুলো কেউ না জানার কারনে এগুলো বিভিন্ন মার্কেটপ্লেস থেকে কিনে নিয়ে ব্যবহার করতে হয়।

বর্তমানে অনলাইনে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইড আছে, যেখানে আপনি চাইলে আপনার স্টক ক্লিপ,ক্লিপ আর্ট,ভেক্টর ডিজাইন, লোগো ডিজাইন সহ আরও অনেক ধরনের ডিজাইন স্টক মার্কেটে আপনি বিক্রি করে আয় করতে পারবেন।

আপনার আপলোড করা ডিজাইন গুলো যত বার বিক্রি হবে বা ডাউনলোড করা হবে তত বার আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন।

শেষ কথা:-

ত প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন করে ঘরে বসে আয় করার ১০ কার্যকর উপায় নিয়ে। 

ত আশা করছি আপনারা আমার আজকের পোষ্টটি পড়ে অনেক বেশি উপকৃত হবেন।

আমি আপনাদের সাথে উপরের প্রত্যেকটি পয়েন্টে ভালো করে আলোচনা করেছি কিভাবে গ্রাফিক ডিজাইন করে আয় করবেন।আশা করছি উপরের প্রত্যেকটি পয়েন্ট পড়ে আপনারা অনেক বেশি উপকৃত হবেন।

আপনি চাইলে উপরে আলোচনা করা যেকোন টি কাজ করেই গ্রাফিক ডিজাইন কাজ করে আয় করতে পারবেন।

ডিজিটাল এই যুগের সবকিছুই  ডিজিটালাইজড হচ্ছে আর, সেই সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে গ্রাফিক ডিজাইনারদের সংখ্যাও। তাই আপনি আপনার কাজের দক্ষতা ও ধৈর্য দিয়ে কাজ করুন, দেখবেন আপনিও সফলতা লাভ করতে পারবেন।

ত আমি আশা করছি আপনারা যদি শেষ পর্যন্ত এই পোষ্ট মনোযোগ সহকারে পড়ে থাকেন তবে, ইনশা আল্লাহ আপনাদের গ্রাফিক ডিজাইন করে আয় করার সম্পকে আর কোন সমস্যা থাকবে না।

আর আপনাদের যদি আমার আজকে এই পোষ্টি সম্পকে কিছু জানার থাকে তবে, অব্যশই নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সমস্ত প্রশ্নে উত্তর দেওয়ার চেষ্টা করব।

ত আবারও হাজির হয়ে যাব আপনাদের সাথে নতুন কোন পোষ্টে নতুন কোন বিষয় নিয়ে আলোচনা করতে। 

ত, আজ এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।

আর এতক্ষন আমার পোষ্টটি মনোযোগ সহকারে ধৈর্য ধরে পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।ত এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন।

আল্লাহ হাফেজ।

গ্রাফিক ডিজাইন করে আয় করার উপায়। 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
লেখক সম্পর্কেঃ

আস্সালামু আলাইকুম, আমি জহুরা। বর্তমানে রাষ্ট্রবিজ্ঞানে অর্নাস করছি। এবং পাশাপাশি একজন কন্টেন্ট রাইটার হিসাবে কাজ করছি।