Aminul Islam Saikat

Aminul Islam Saikat

মোঃ আমিনুল ইসলাম ( সৈকত) ১৯৯৯ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামে জন্মগ্রহন করেন। পিতা- মোঃ সিরাজ উদ্দিন স্থানীয় স্কুল শিক্ষক এবং মাতা- কামরুন্নাহার বেগম গৃহিণী। শৈশব থেকেই তার কাব্যের প্রতি ঊন্মেষ ঘটতে থাকে। সাপ্তাহিক সাহিত্য সঞ্চারে লেখা প্রকাশিত হওয়ার মাধ্যমে তিনি সাহিত্যর প্রতি আরও আগ্রহী হন। এ পর্যন্ত প্রায় দুইশতাধিক কবিতা লিখেছেন।তিনি পেশায় একজন ছাত্র। বর্তমানে গনিত বিষয়ের উপর স্নাতকে অধ্যয়ন করছেন।গান,গল্প,ছড়া, কবিতা আর্টিকেল লিখেন নিয়মিত। তার লেখায় প্রকৃতিপ্রেম, প্রতিবাদ, উপদেশ ও নিপীড়িত মানুষের কথা ফুটে উঠেছে। তিনি লিখতে, আবৃত্তি করতে ও গান গাইতে ভালোবাসেন। ৫ টি যৌথ কাব্যগ্রন্থ এবং বিভিন্ন পত্রিকা ও সাহিত্য সাময়িকীতে তার বেশকিছু কবিতা, গল্প প্রকাশিত হয়েছে। লেখালেখির জন্য একাধিক সাহিত্য পুরষ্কার পেয়েছেন। তার যৌথ কাব্যগ্রন্থ "নীলাদ্রি কাব্য সম্ভার", "রক্তে ভেজা বত্রিশ নম্বরের সিঁড়ি",স্বপ্নময় ডায়েরি, " বড় আশা করে আছি" ও "কবির প্রেম কবিতায় "।
3 Hits Aminul Islam Saikat Mar 16, 2023, 3:05 PM
এই টিউটোরিয়াল এ ইউটিউব এ কন্টেন্ট তৈরির জন্য কপিরাইট মুক্ত ভিডিও ও ছবি কোথা থেকে ডাউনলোড করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Read More